X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গায়ক টমি পেজের রহস্যজনক মৃত্যু

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১৫:১৪আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:৩৫

টমি পেজ (১৯৭০-২০১৭) ‘আই উইল বি ইউর এভরিথিং’খ্যাত গায়ক টমি পেজ আর নেই। পশ্চিমা সাংস্কৃতিক জগতের অন্যতম সাইট বিলবোর্ড জানিয়েছে, শুক্রবার টমিকে নিজ বাসস্থানে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। টমি তার পার্টনার চার্লির সঙ্গে বসবাস করতেন। তাদের তিনটি সন্তান রয়েছে।

২০১১ সাল থেকে টমি বিলবোর্ডের সহযোগী প্রকাশকের দায়িত্ব পালন করছিলেন। এর এক বছর পর থেকে তিনি সংবাদমাধ্যমটির প্রকাশকের দায়িত্ব পালন করে আসছেন।    

১৯৯০ সালে তার গান ‘আই উইল বি ইউর এভরিথিং’ শীর্ষক গানটি টপচার্টের শীর্ষে পৌঁছে যায়। রাতারাতি তিনিও পৌঁছে যান সাফল্যের শীর্ষে।

সায়ার রেকর্ডস-এর প্রতিষ্ঠাতা সেইমুর স্টেইনের সঙ্গে দেখা করে টমি ওই কোম্পানির মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেন।

পরবর্তীতে টমি মিউজিক কোম্পানি ওয়ার্নারস ব্রাদারস-এর নির্বাহী, প্যান্ডোরা-র ভাইস প্রেসিডেন্ট এবং ভিলেজ ভয়েস-এর নির্বাহী হয়েছিলেন। তিনি বিলবোর্ড ম্যাগাজিনেরও প্রকাশক। টমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন্সকুল অব বিজনেস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিলবোর্ডের সম্পাদকীয় পরিচালক ডেনিস ওয়ার্নার বলেন, ‘আমরা আমাদের বন্ধু ও সহকর্মীকে হারিয়ে শোকাহত।’

বিলবোর্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট জন আমাতো জানান, ‘তিনি ছিলেন এক আকর্ষণীয় প্রাণ এবং একজন প্রকৃত এন্টারটেইনার।’

এক বিবৃতিতে ভয়েস জানিয়েছে, ‘তার (টমি) পার্টনার, তিন সন্তান, পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুদের প্রতি শুভকামনা জানাই। টমিকে আমরা অনেক মিস করব।’

আই উইল বি ইউর এভরিথিং:


সূত্র: এবিসি নিউজ, ভ্যারাইটি

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম