X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রসেনজিতকে অমিতাভের টুইট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৮:২৩আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:৩১

অমিতাভ ও প্রসেনজিৎ মুক্তির অপেক্ষায় থাকা টলিউডের ছবি ‘ওয়ান’-এর ট্রেইলার দেখে এরইমধ্যে মুগ্ধ হয়েছেন অনেকে। এ মুগ্ধতার ছোঁয়া লেগেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মাঝেও।
ছবিটির ট্রেইলার দেখার পর  টুইটও করেছেন তিনি। তাতে ট্রেইলারটির প্রশংসার পাশাপাশি ছবির অভিনেতা প্রসেনজিতকে ‘বাংলার তারকা’ হিসেবে উল্লেখ করেন অমিতাভ।
টুইটারে এ বলিউড মেগাস্টার লিখেছেন, ‘‘এই যে এখানে ‘ওয়ান’র অফিসিয়াল ট্রেলার...#ওয়ান লাইফ#ওয়ান গোল#ওয়ান মিশন...‘বাংলার তারকা’ প্রসেনজিৎ এবং বন্ধু...।’
এদিকে, অমিতাভের টুইটের জবাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ। এর মধ্য দিয়ে নিজে সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেন তিনি।
ভারতীয় পত্রিকা সিটিকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘আমি সবসময় সৌমিত্র চ্যাটার্জি ও বিগ বি’র কাছে ছবির ট্রেইলারগুলো পাঠাই। তিনি যে আমাদের প্রশংসা করেছেন, তা আশীর্বাদপূর্ণ এবং অত্যন্ত সম্মানের।’
বীরসা দাশগুপ্ত নির্মিত ‘ওয়ান’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে। ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আছে যশ দাশগুপ্তা-নুসরাত জাহান জুটি।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!