X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিপুণ-সজল-কণা: এবার তারা বিচারক

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৪:০৫আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৬:৪৯

কণা, সজল ও নিপুণ তিনজনই গ্ল্যামার অঙ্গনের প্রিয়মুখ। তবে প্রত্যেকের ক্ষেত্রটা আলাদা। চলচ্চিত্রের নিপুণ, নাটকের সজল আর কণ্ঠশিল্পী কণা। এবার তারা পাশাপাশি বসছেন বিচারকের আসনে।

‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতা নামের একটি রিয়েলিটি শো অনুষ্ঠানে তাদের বিচক্ষণ বিচারকার্যের মাধ্যমেই নির্বাচিত হবেন সেরা প্রতিযোগিরা। আজ  (৮ মার্চ) দুপরে আরটিভি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ কথা জানান। 

আরও জানান, ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভি’র উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। একইসঙ্গে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করবেন নিপুণ, সজল ও কণা।

বিচারক হওয়ার প্রতিক্রিয়া সজল বলেন, ‘এবারই প্রথম কোনও রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করছি। করতাম না। করার কারণ, এবারের শো’র পরিকল্পনাটা আমার পছন্দ হয়েছে। মনে হয়েছে এই রিয়েলিটি শো থেকে সত্যিকারের ট্যালেন্ট বের করে আনা সম্ভব হবে।’

বিজয়ী নারী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ ১ লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ।

১ম ও ২য় রানারআপ যথাক্রমে আরটিভি’র সংবাদ পাঠিকা এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করতে পারবেন।

এই প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন বিচারক নিপুণ, সজল, কণা ছাড়াও উপস্থিত ছিলেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডাবর বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সঞ্জয় মুনশী, এক্সপ্রেশানস্ লি: এর ডিরেক্টর সৈয়দ আপন আহসানসহ আরও অনেকেই।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)