X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিরতির আগে অগ্নিলার শেষ শুটিং

সুধাময় সরকার
০৮ মার্চ ২০১৭, ১৬:৩৯আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৩:৫৭

‘তোমার আমার প্রেম’-এ অগ্নিলা ইকবাল এমনিতেই তার কাজের সংখ্যা হাতেগোনা। সেগুলোও করেন বেছে বেছে। তার ওপর তিনি থাকেন দূর কানাডায়। বছরে এক-দু’বার ঢাকায় আসেন অল্প সময়ের জন্য। সেই ফাঁকে নির্মাতাদের অনুরোধে এক দু’টি বিশেষ নাটক-বিজ্ঞাপনে দেখা মেলে তার মুখ।

জানা গেছে এবার তিনি বিরতিতে যাবেন। তবে এ বিষয়ে এখনই তিনি মুখ খুলতে রাজি নন। যদিও বিভিন্ন সূত্র বলছে, আপাতত আর কোনও নাটক-বিজ্ঞাপন কিংবা মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছেন না তিনি। কারণ, ব্যক্তিগত।

তাই ধারণা করা হচ্ছে গতকাল (৭ মার্চ) বিরতির আগে শেষ কাজ হিসেবে অগ্নিলা শুটিং করেছেন ‘তোমার আমার প্রেম’ নামের একটি টেলিফিল্মের। মিজানুর রহমান আরিয়ানের এই বিশেষ কাজটির শুটিং হয়েছে ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে।

এ প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন, ‘অগ্নিলা আমার খুবই ভালো বন্ধু। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ও টানা সময় দিয়ে কাজটি শেষ করেছে। এজন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’

‘তোমার আমার প্রেম’-এ অগ্নিলা ইকবাল সম্ভাব্য বিরতির আগে শেষ কাজটিতে অগ্নিলার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এই টেলিফিল্মে দেখা যাবে, নিজ ঘর থেকে পালিয়ে বেড়ানো দু’জন মানুষের এক হয়ে ওঠার অন্যরকম গল্প। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নির্মিত বিশেষ কাজটি শিগগিরই প্রচার হবে বেসরকারি একটি টিভি চ্যানেলে। এটি প্রযোজনার সঙ্গে যুক্ত আছে দৃক ও সিডি চয়েস।

শুন্য দশকের শুরুর দিকে (২০০১ সালে) টিভি নাটকে অগ্নিলার অভিষেক হয় গিয়াস উদ্দিন সেলিম রচিত ও আবু সাইয়ীদ পরিচালিত ‘স্বপ্নসংকট’ নাটকের মাধ্যমে। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত একুশে টিভির ‘বিপ্রতীপ’ ধারাবাহিকে অভিনয় করে তরুণদের মন কাড়েন তিনি। এরপর তিনি পরিবারের সঙ্গে পাড়ি জমান কানাডায়।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!