X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যেভাবে বৈষম্যের শিকার হলিউড নারীরা...

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ১৭:০৪আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৮:১৯

হলিউডের নারীরা সিনেমায় নায়িকাদের পারিশ্রমিক নিয়ে বরাবরই কিছু লুকোচুরি রযেছে। প্রায়ই অভিযোগ উঠে অভিনেতাদের চেয়ে অভিনেত্রীদের পারিশ্রমিক অনেক কম। হলিউডে বেশ কয়েকবার এই অভিযোগ তোলা হলেও চিত্র খুব একটা পাল্টায়নি, যা উঠে এসেছে খ্যাতনামা নায়িকাদের জবানিতে-
জেনিফার লরেন্স জেনিফার লরেন্স
‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত এই অভিনেত্রী যে পারিশ্রমিক তার ‍পুরুষ সহকর্মীদের চেয়ে কম পান সে বিষয়টি প্রথম সামনে আসে ২০১৫ সালে। এক হ্যাকার তার কিছু নগ্নচিত্রের পাশাপাশি ইমেইলও ফাঁস করে। যেখানে দেয়া যায় আমেরিকান হাসেল চলচ্চিত্রে সহকর্মী ব্র্যাডলি কুপার ও ক্রিশ্চিয়ান বেলের চেয়ে অনেক কম পারিশ্রমিক পেয়েছেন তিনি। জেনিফার বলেন, ‘আমি সনির ওপর রাগ করিনি। নিজের উপর রাগ করেছি। আমি কয়েকটা টাকার জন্য বাকবিতণ্ডায় যেতে চাইনি।’

সান্দ্রা বুলক সান্দ্রা বুলক

ভ্যারাইটিতে দেওয়া সাক্ষাতকারে পারিশ্রমিকে বৈষম্যের কথা স্বীকার করেছেন অস্কারজয়ী অভিনেত্রী সান্দ্রা বুলক। তিনি বলেন, ‘এটা শুধু টাকার বিষয় নয়। এটা আরও অনেক বড় কিছু্। কেউ কেন এটা নিয়ে কোনো আওয়াজ তুলছেন না।’

শ্যারন স্টোন শ্যারোন স্টোন
‘বেসিক ইনস্টিক্ট’ ছবিতে অভিনয় করে খ্যাতি পাওয়া শ্যারন স্টোনের অভিযোগও অনেকটা একই। এক সাক্ষাতকারে তিনি বলেন, তাকে পুরুষ অভিনেতার চেয়ে অনেক কম পারিশ্রমিক দেয়া হয়। তিনি বলেন, ‘শুধু সিনেমায় নয়, প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষের পারিশ্রমিক সমান হওয়া উচিত।’

স্কারলেট স্কারলেট জোহানসন

২০১৭ সালে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী স্কারলেট জোহানসনও তুলেছেন বৈষম্যের অভিযোগ। মারিয়া ক্ল্যারিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় সব নারীকেই কম টাকা দেওয়া হয়। শুধু আমার অভিজ্ঞতা থেকেই বলছি না, এই সমস্যা সর্বত্র।’

নাটালি পোর্টম্যান নাটালি পোর্টম্যান

স্টার ওয়ার্সের এই অভিনেত্রী জানিয়েছেন, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘নো স্ট্রিংস এটাচড’ ছবিতে অ্যাস্টন কুচারের চেয়ে অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমার যতটা রাগ করার কথা ছিল আমি ততটা করিনি। কারণ আমরা অনেক টাকা পাই। কিন্তু বৈষম্যটাও অনেক। যুক্তরাষ্ট্রে পুরুষের ‍তুলনায় নারীরা প্রতি ডলারে ২০ সেন্ট করে কম পান। আর হলিউডে এই বৈষম্য আরও মারাত্মক। প্রতি ডলারে একজন অভিনেত্রী এখানে ৭০ সেন্ট করে কম পান!’

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা