X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১ কোটি ভিউ মানেই হিট নয়: ইমরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ১৩:০১আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:১৮

বৈঠকিতে কথা বলছেন ইমরান সম্প্রতি ইমরানের একটা গান ইউটিউবে এক কোটিবার দর্শকরা দেখেছেন। এর আগেও তার একটি গানে এমন রেকর্ড হয়েছে। বিষয়টি নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল ইমরানকে প্রশ্ন করেন, আপনি কি মনে করেন, একটা গান এক কোটি ভিউ হলেই সেটা ‘হিট’ হয়? ভিডিওর বিষয়টি আপনি কীভাবে দেখেন?
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘ভিডিওটা শুধুই প্রচারণার মাধ্যম। এখন গান শোনার মাধ্যম কনভার্ট হয়ে গেছে। গান শোনানোর জন্যই এটি (ইউটিউব) ব্যবহার করা হয়। আর ভিউ বেশি হলেই তা হিট নয়। আমি এটা মনে করি না। একটা গান ১ কোটি ভিউ হলেই যে টিকে থাকবে, তা নয়। সংগীত, কথা, ভিডিও- সবমিলিয়ে প্রশংসিত হলে তবে আমি সন্তুষ্ট। তবে অনেকে প্রশংসা করলে ভালো লাগে।’
ইমরান বিষয়টি নিয়ে কথা বলছিলেন বাংলা ট্রিবিউন বৈঠকি ‘গান কী দেখার না শোনার’- শিরোনামের অনুষ্ঠানে। এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ আজ, শনিবার সরাসরি সম্প্রচার করেছে বেলা ১১টা ১০ মিনিট থেকে ১টা পর্যন্ত। দেশের সংগীতজ্ঞ, গবেষক, শিল্পী ও গান প্রচার ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্টরা আলোচনা করছেন এই বৈঠকিতে।
মিথিলা ফারজানার সঞ্চালনায় এই বৈঠকিতে গীতিকবি ও গবেষক মোহাম্মাদ রফিকউজ্জামান ছাড়াও অংশ নেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, এমআইবি প্রেসিডেন্ট ও লেজার ভিশনের প্রযোজক এ কে এম আরিফুর রহমান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান, নির্মাতা চন্দন রায় চৌধুরী, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবির কন্টেন্ট ম্যানেজমেন্ট-এন্টারটেইনমেন্ট ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, রেডিও ফুর্তির স্টেশন ম্যানেজার ও প্রোগ্রাম অ্যান্ড আর্টিস্ট পিআর সার্জিনা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। বলছেন সম্পাদক ও গীতিকবি জুলফিকার রাসেল

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!