X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

গানের সঙ্গে নাচটাও কিন্তু জড়িত: চন্দন রায় চৌধুরী

বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১৩:১৬আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:১৭

 

চন্দন রায় চৌধুরী সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী। সঞ্চালক মিথিলা ফারজানা বেশ কৌতুহল নিয়েই প্রশ্নটা করলেন, আপনারা যারা ভিডিও নির্মাণ করছেন তাদের কাছে কী মনে হয়- গান দেখার না শোনার বিষয়?

জবাবে চন্দন বলেন, ‘অবশ্যই এটা শোনার বিষয়। এতে আমার দ্বিমত নেই। ভিডিও হচ্ছে যে কোনও গান প্রচারণার একটি মাধ্যম। ভিডিওটা যখন নির্মাণ করছি তখন গানটির সঙ্গে নতুন একটা মাত্রা যোগ করছি।’

চন্দন আরও বলেন, ‘তাছাড়া গানের সঙ্গে নাচটাও কিন্তু জড়িত। ফলে একটি গানের ভিডিও যখন সুন্দর কোরিওগ্রাফির মাধ্যমে শ্রোতা-দর্শকদের সামনে তুলে ধরা হয়, তখন গানটি জনপ্রিয়তা পেতে সুবিধা হয়।’

চন্দন রায় চৌধুরীর এমন যুক্তি অবশ্য ঠিক মনে ধরেনি সংগীতজ্ঞ মোহাম্মদ রফিকউজ্জামানের। তিনি পাল্টা প্রশ্ন করে বসেন, ‘সব গানই কি নাচের গান? কিন্তু ভিডিও তো এখন সবই হচ্ছে!’

চন্দন বলেন, ‘না, সব গানই হচ্ছে না। এটা এখন আসলে একটা প্রচার মাধ্যম।’

গানের আদ্যোপান্ত নিয়ে আজকের (শনিবার) বাংলা ট্রিবিউন বৈঠকি ‘গান কী দেখার না শোনার’। এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করেছে আজ (শনিবার) বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের সঙ্গীতজ্ঞ, গবেষক, শিল্পী ও গান প্রচার ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্টরা আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় এই বৈঠকিতে গীতিকবি ও গবেষক মোহাম্মাদ রফিকউজ্জামান ছাড়াও অংশ নিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, এমআইবি প্রেসিডেন্ট ও লেজার ভিশনের প্রযোজক এ কে এম আরিফুর রহমান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান, নির্মাতা চন্দন রায় চৌধুরী, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবির কন্টেন্ট ম্যানেজমেন্ট-এন্টারটেইনমেন্ট ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, রেডিও ফুর্তির স্টেশন ম্যানেজার ও প্রোগ্রাম অ্যান্ড আর্টিস্ট পিআর সার্জিনা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলেছে শনিবার বেলা ১টা পর্যন্ত।

/এমএম/

সম্পর্কিত
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী