X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কার্টুনিস্ট থেকে গায়ক হওয়ার গল্প (ভিডিও)

বিনোদন ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৮:৪৮আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১১:১৫

মিনার রহমান/ ছবি: সাজ্জাদ হোসেন মিনার রহমান। ‘ডানপিটে’, ‘সাদা রঙের স্বপ্ন’, ‘ঝুম’ কিংবা সম্প্রতি ‘তা জানি না’ গান দিয়ে মন জয় করে চলেছেন।

রবিবার (১২ মার্চ) বিকালে এই সংগীতশিল্পী আড্ডায় মেতে ছিলেন বাংলা ট্রিবিউন পাঠকদের সঙ্গে। জনপ্রিয় অভিনেত্রী ও বাংলা ট্রিবিউন-এর হেড অব মার্কেটিং বন্যা মির্জার সঙ্গে ফেসবুক লাইভে তিনি অংশ নেন ‌‘সেলেব্রিটি শো উইথ বন্যা মির্জা’ অনুষ্ঠানে।
শুরুটা হয় একেবারে অন্য একটি প্রসঙ্গ দিয়ে। আর তা হলো- কার্টুন। মিনারের অজানা এ পরিচয় দিয়ে প্রশ্ন করেন উপস্থাপিকা বন্যা মির্জা। বলেন, ‘কী করে কার্টুনিস্ট থেকে গায়ক হলেন?’
মিনার বলেন, ‌‘‘এটা ঠিক, প্রথমে আমি ছিলাম কার্টুনিস্ট। শুরুটা ২০০৭-২০০৮ সালের দিকে। তখন আমি রম্য ম্যাগাজিন ‘উম্মাদ’-এ কাজ করি। দেশের অন্যতম কার্টুনিস্ট আহসান হাবীবের সঙ্গে কাজ করার সুযোগ হয় সেখানে। আবার প্যারালালই মিউজিশিয়ান হিসেবেও কাজ করা। ২০০৮ সালে আমার প্রথম গান প্রকাশিত হয়। এর নাম ছিল ‘সাদা’। বেশ সাড়া পেয়েছিলাম তখন। মাত্রই তখন আমি স্কুল শেষ করেছি।’’
পুরো আড্ডাটি দেখতে পারেন এখানে:

তাহলে তো ৮ বছর আগের কথা। এখন আপনার কাছে কোনটি প্রাধান্য পাচ্ছে- গান না কার্টুন?

বন্যার এমন প্রশ্নে মিনার বলেন, ‘এখানে আসলে প্রাধান্য দেওয়াটা ঠিক বলা যাবে না। গানের প্রেসারের কারণে এখন কার্টুনে অনেক কম সময় দেওয়া হচ্ছে। ভালো তো লাগে দুটোই। আমার একটা পরিকল্পনা ছিল, আমি যখন গান লিখি সঙ্গে সঙ্গে এর স্কেচ পাণ্ডুলিপি করি।’
এদিকে এক দর্শক ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন করেন, মিনার ভাই, আপনি কোন গানটি গাওয়ার সময় আবেগ তাড়িত হয়ে যান?
মিনার বলেন, ‘সব গানেই আবেগ জড়িত। তবে বিশেষ কিছু গানে এর ব্যতিক্রম তো হয়ই।’
ফেসবুক লাইভে বন্যা মির্জা ও মিনার এমন মজার আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন এ সংগীতশিল্পী। অল্প সময়ের জন্য গিটারও হাতে তুলে নেন মিনার। শুনিয়েছেন গান। কাগজে-কলমে আড্ডার ফাঁকে এঁকেছেন একটি স্কেচও।
‘সেলেব্রিটি শো উইথ বন্যা মির্জা’ অনুষ্ঠানটি বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে আজ রবিবার (১২ মার্চ) বিকাল ৪টায়  প্রচার করা হয়। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেছেন শরাফত হুসাইন। আর সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলা ট্রিবিউন বিনোদন বিভাগ।
মিনার রহমান/ ছবি: সাজ্জাদ হোসেন /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!