X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাবিনার কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ১৩:৪৫আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৩:৫২

সাবিনা ইয়াসমিন/ ছবি: সংগৃহীত মার্চ মাস স্বাধীনতার মাস। এই মাসে বাঙালি জাতির জীবনে কালো রাতের গল্প যেমন আছে, তেমনি আছে দেশকে স্বাধীন করার নেশায় মত্তপ্রায় কোটি বাঙালির স্বপ্নের কথাও। তাইতো এই মার্চে আরেকটি দেশের গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। যার কণ্ঠে আগেও শোভা পেয়েছে অনেক কালজয়ী দেশের গান।

‘বাংলার মাটিতে লেখা/ কত নাম রক্তাক্ষরে/ মুক্তিযুদ্ধের সে কথা/ বল ভুলে যাই কী করে?/ দেশকে ভালোবেসে যারা/ জীবনটা দিয়ে গেছে হেসে/ তাদেরই জন্য এই মালা/ কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে’-এমন কথার গানটি লিখেছেন সহিদ রাহমান। সুর করেছেন আলাউদ্দীন আলী, সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।
সাবিনা ইয়াসমিন বলেন,‘অনেক দিন পর হৃদয় নিঙড়ানো কথায় একটি দেশ প্রেমের গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রুদ্ধাঞ্জলী।’
আলাউদ্দীন আলী বলেন, ‘দীর্ঘদিন পর সাবিনা ইয়াসমিনের জন্য সুর করলাম। তাও সহিদের মতো গুণী একজন গীতিকারের কথায়। সবমিলিয়ে এ গানটিও মানুষ মনে রাখবে বলে বিশ্বাস করি।’
গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওর কাজও চূড়ান্ত। ঢাকা এবং ঢাকার বাইরে ভিডিওটির চিত্রধারণ করা হয়।
যা শিগগিরই প্রকাশ পাচ্ছে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানলে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!