behind the news
Vision  ad on bangla Tribune

বাংলাদেশের টেলিছবিতে ভারতীয় উপস্থাপিকা

বিনোদন রিপোর্ট১৮:০২, মার্চ ২০, ২০১৭

পামেলা ভুতোরিয়াশুরুটা ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে। হয়েছিলেন সেমি ফাইনালিস্ট। এরপর স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলসহ নানা টিভির অনুষ্ঠান উপস্থানায় সুনাম এসেছে তার।
আর সর্বশেষ আলোচিত হয়েছেন গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করতে এসে। এই হলো সংক্ষেপ পরিচিত ভারতীয় মডেল পামেলা সিং ভুতোরিয়ার।
শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও চলচ্চিত্রেও রয়েছে তার সফল পথচলা। বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘টান’ ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শক।
তবে এবার সংবাদে আসার কারণ বাংলাদেশে তার কাজ। এদেশের একটি টেলিছবিতে দেখা যাবে তাকে। আসছে রোজার ঈদ উপলক্ষে নির্মিত ‌‌‘অনুপমা’ নামের টেলিছবিতে অভিনয় করবেন পামেলা। তিনি অভিনয় করবেন সজলের বিপরীতে। এটি পরিচালনা করছেন আলম আশাদ মিন্টু। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

তিনি বলেন, ‘আপাতত সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই (এপ্রিল) শুটিং শুরু হবে টেলিছবিটির।’

এদিকে জানা যায়, কলকাতায় টানা ‍দুইদিন ও ঢাকায় একদিন হবে দৃশ্যধারণ হবে টেলিছবিটির।

এটি নির্মাণ করছে এন লিমিটিডে এন্টারটেইনমেন্ট।

/এমআই/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ