Vision  ad on bangla Tribune

২৪ মার্চ মিলন-সাবির ‘ক্রাইম রোড’

বিনোদন রিপোর্ট১৬:৪৬, মার্চ ২১, ২০১৭

একটি দৃশ্যে মিলন ও শায়লা সাবিঅতঃপর মুক্তি পেতে যাচ্ছে আনিসুর রহমান মিলন অভিনীত ভিন্ন বিষয়ের ছবি ‘ক্রাইম রোড’। মাঝে খানিক জটিলতা পেরিয়ে এবার সেটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ মার্চ।

শরীফ চৌধুরী প্রযোজিত ও সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত ‘ক্রাইম রোড’ ছবিটি মিলনের বিপরীতে রয়েছেন নবাগতা শায়লা সাবি।
সাইমন তারিক পরিচালিত ছবিটি প্রসঙ্গে মিলন বললেন, ‘এই ছবিতে সমাজের নানা রকম অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। এসব থেকে বেরিয়ে আসার রাস্তা দর্শকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে। অভাবে বা বিপদে পড়ে তরুণরা কীভাবে বিপথগামী হয় সেটাও তুলে ধরা হয়েছে ছবিটিতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ছবিটিতে আনিসুর রহমান মিলন-শায়লা সাবি ছাড়াও অভিনয় করেছেন বিপাশা, শাহরিয়াজ, শরীফ চৌধুরী, রুমি নোভিয়া প্রমুখ।
/এস/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ