X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

৬ বছর পর সেন্সরে যাচ্ছে ‘টু বি কন্টিনিউড’!

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৭:৩২আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:৩২

টু বি কনটিনিউড-এর একটি দৃশ্যে তাহসান ও পূর্ণিমা ছবির নাম- টু বি কন্টিনিউড। শুরুটা ২০১১ আর শেষটা হতে যাচ্ছে ২০১৭-এ! ‘টু বি কন্টিনিউড’-এর কাজ এভাবেই ‘কন্টিনিউ’ হয়েছে ৬ বছর ধরে!

এভাবে অনেকটা সময় নিয়ে এবার ইতি টানা হচ্ছে ছবির কাজের। আর সব ‘ঠিক’ থাকলে শিগগিরেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে। বিষয়টি সম্পর্কে এভাবে খোঁজ দিলেন ছবির পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি।
টু বি কনটিনিউড-এর একটি ‘ভিন্ন’ দৃশ্য সোমবার (২০ মার্চ) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফাহমি বলেন, ‌‘আর কত দিন ছবিটি পড়ে থাকবে! অনেকদিন হলো। ছবির কাজ শেষ। প্রযোজক চ্যানেল আই ছবিটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেবে। এরপর মুক্তির তারিখটা ঠিক করা হবে।’
২০১১ সালের মে মাসে বেশ আয়োজন করে নিজের প্রথম সিনেমা হিসেবে কাজ শুরু করেন তখনকার বেশ জনপ্রিয় নাট্যনির্মাতা ফাহমি। এর মাধ্যমে বড় পর্দায় প্রথম কাজ শুরু করেন গায়ক-অভিনেতা তাহসান। নায়িকা হিসেবে এতে আছেন পূর্ণিমা। মূলত তাদের জুটিকে কেন্দ্র করেই ছবিটির প্রচারণা চলেছে শুরুর দিকে।
টু বি কনটিনিউড-এর একটি দুঃখের দৃশ্য তবে এর কাজ চলাকালীন ছবি থেকে হঠাৎ সরে দাঁড়ান তাহসান। এরপর খুব ধীর গতিতে ছবিটির কাজ শেষ হয়।
ফাহমি জানান, আগামী মাসে ছবিটি সেন্সরে জমা হতে পারে। এর ঠিক পরপরই এটি মুক্তি পাবে। তবে বৈশাখে ছবিটি আসবে না।
এতে পূর্ণিমা-তাহসান ছাড়াও অভিনয় করেছেন রোমেল, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, মিশু সাব্বির প্রমুখ।

টু বি কনটিনিউড-এর একটি অনবদ্য দৃশ্য ট্রেইলার:


/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে