X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
জঙ্গিবাদবিরোধী কনসার্ট

প্রিয় গান সঙ্গে তারুণ্যের উচ্ছ্বাস

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৬:২৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:১১

জেমস শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ (থানা সংলগ্ন) সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দেখা গেল তারুণ্যের ভীষণ উচ্ছ্বাস। আর কারণটা প্রিয় ব্যান্ডের গান। এদিন হয়ে গেল জঙ্গিবাদবিরোধী কনসার্ট। তরুণ প্রজন্মকে সচেতন করতে আয়োজিত এ কনসার্ট ৮টি ব্যান্ড একই মঞ্চে পরিবেশনায় অংশ নেয়। চিরকুট
এতে গানে গানে মাতিয়েছে ব্যান্ড নগরবাউল, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শিরোনামহীন, আর্টসেল, শূন্য, চিরকুট ও অ্যাবস্ট্র্যাকশন।
প্রত্যেকটি ব্যান্ড তাদের শ্রোতাপ্রিয় গান এতে পরিবেশন করে। তবে এর আগে আয়োজন করা হয়েছিল বিশেষ পর্ব। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া তরুণদের সচেতন করতে কথা বলেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন, শাহরিয়ার কবীরসহ অনেকে। কথা বলছেন মুনতাসির মামুন
এদিকে কনসার্ট শুরু হয় বিকাল ৪টায়। সাড়ে ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে অনেকটা চমক দিয়েই সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চে উঠেন নগরবাউল জেমস। তিনিই বেশি সময় ধরে গান পরিবেশন করেছেন। পরিবেশনার মধ্যে ছিল- দশ মাস দশ দিন, ভিগি ভিগি, কবিতা, লেইস ফিতা লেস, মীরাবাঈসহ বেশ কয়েকটি গান। এরপর মঞ্চ মাতান মাকসুদ ও ঢাকা। এর অনেক আগে গেয়েছে চিরকুট, ভাইকিংস ও আর্টসেল। এছাড়াও সংগীত পরিবেশনার ফর্দতে ছিল শিরোনামহীন, শূন্য ও অ্যাবস্ট্র্যাকশন। ভাইকিংসের তন্ময়

কনসার্টটির যৌথ আয়োজক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব ফোর্সেস)ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ। এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ফ্যাক্টর থ্রি সলিউশনস। অনুষ্ঠানটির অন্যতম অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন গাইছেন মাকসুদ

বিশেষ ভঙিমায় চিরকুটের সুমি

নগরবাউল জেমস দুই উপস্থাপক শান্তা ও দেবাশীষ বিশ্বাসের মাঝে কথা বলছেন আয়োজক কর্মকর্তা মাকসুদ পরিবেশনার একটি মুহূর্তে জেমস

ছবি ‍তুলেছেন সাজ্জাদ হোসেন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না