X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিতর্ক ছড়ালো কানের পোস্টার!

জনি হক
০১ এপ্রিল ২০১৭, ১৬:০৬আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৬:১৪

শুরুর এক মাস আগেই বিতর্ক তৈরি হলো ৭০তম কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে। এই আয়োজনের অফিসিয়াল পোস্টারে স্থান পাওয়া অনেক পুরনো একটি ছবিতে ফটোশপের কেরামতির মাধ্যমে ইতালিয়ান অভিনেত্রী ক্লডিয়া কার্ডিনালের ওজন কমানোর অভিযোগ উঠেছে।

৭০তম কানের অফিসিয়াল পোস্টার ফরাসি সংস্কৃতি ও টেলিভিশন বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন টেলিরামায় বলা হয়েছে, ‘পোস্টারটি নিঃসন্দেহে চমৎকার। তবে ছবিটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ক্লডিয়া কার্ডিনালের শারীরিক গড়নকে ডিজিটাল পদ্ধতিতে হালকা করা হয়েছে।’
একই প্রতিক্রিয়া এসেছে অন্যান্য কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে। ১৯৫৯ সালে রোমে এক ছাদবারান্দায় ক্লডিয়া কার্ডিনালের স্কার্ট ঘোরানোর ছবিটি তোলা হয়। লিবারেশন পত্রিকার তির্যক মন্তব্য, ‘এক মোচড়েই যেন পোশাকের দৈর্ঘ্য কমিয়ে আনলেন ক্লডিয়া কার্ডিনালে!’
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আনা রোজ হোলমার নামের একজন নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এবারের কান উৎসবের পোস্টারে ক্লডিয়া কার্ডিনালের শরীরকে এতোটা বদলে দেওয়ার প্রয়োজন ছিল?’ ময়েন লেইক নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ক্লডিয়া কার্ডিনালেকে বদলে দিতে মোটেও কার্পণ্য করলেন না কানের আয়োজকরা। পৃথিবীতে নারীদের এভাবে দেখার মানসিকতা কোথায় এসে দাঁড়িয়েছে!’

তবে পোস্টারটির প্রতি সমর্থন জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। কানের পরিচালক থিয়েরি ফ্রমো সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘সবাই এটাকে সাদরে গ্রহণ করেছে।’ নিজের টুইটার পেজে সমর্থিত মেসেজগুলো পোস্ট করেছেন তিনি। এর মধ্যে জ্যঁ-পল স্যালোম নামের একজনের মন্তব্য, ‘কানের পোস্টার নিয়ে এসব কী ধরনের হাস্যকর হৈচৈ? যে কোনও ক্ষেত্রে প্রচারণার জন্য ব্যবহৃত সব ছবি নানান পরিমার্জন করা হয়ে থাকে।’
ক্লডিয়া কার্ডিনালে বিতর্ক তৈরি হলেও কানের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ পোস্টারে স্থান পেয়ে গর্বিত ও সম্মানিত বলে জানিয়েছেন ক্লডিয়া কার্ডিনালে। ৭৮ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ছবিতে কারিকুরি হওয়ায় কোনও অভিযোগই তোলেননি।
সংবাদ সংস্থা এএফপিকে ক্লডিয়া কার্ডিনালে বলেছেন, ‘কান উৎসবের পোস্টার নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে। আমার মূল ছবিটির ওপর ডিজাইনের সুবিধার্থে যা করা হয়েছে তা নিয়ে মন্তব্য করতে চাই না। এটা এমন একটা পোস্টার, যার মাধ্যমে আমার ব্যক্তি উপস্থিতি, নাচ ও ওড়ার ভঙ্গিকে ছাপিয়ে জীবনের জয়গান উঠে এসেছে। সৌন্দর্যের ওপর জোর দিয়ে স্বপ্নীল আবহ তৈরি করতে ছবিটিতে কারিকুরি হয়েছে। এটা পরম আনন্দ। এখানে বাস্তবিক ব্যাপার থাকতেই হবে এমন কোনও কথা নেই। একজন নারীবাদী হিসেবে আমি এ ছবিতে নারীর শরীরের প্রতি কোনও অসম্মান হয়েছে বলে মনে করি না। আলোচনা করার মতো পৃথিবীতে গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় আছে। ভুলে গেলে চলবে না এটা শুধুই চলচ্চিত্র।’
গত ২৯ মার্চ পোস্টারটি উন্মুক্ত করেন কানের আয়োজকরা।১৯৫৯ সালে ইতালির রোমে কোনও এক ছাদবারান্দায় ক্লডিয়া কার্ডিনালের সাদাকালো ছবিটি তোলা হয়। ৭০তম মাইলফলককে মাথায় রেখে উদযাপনের বার্তা রাখতে রক্তিম-সোনালি মহিমায় সাজানো হয়েছে এবারের কান উৎসবের পোস্টার। এটি ডিজাইন করেছে প্যারিসের ব্রঙ্কস এজেন্সি। তাদের সহযোগিতা করেছেন গ্রাফিক ডিজাইনার ফিলিপ সেভয়া।
কানের পোস্টার-কন্যা হওয়ার অনুভূতিতে উৎসব আয়োজকদের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ক্লডিয়া কার্ডিনালে বলেন, ‘আয়োজকরা আমার যে ছবিটি নির্বাচন করেছেন তা নিয়ে আমি খুশি। এই স্থিরচিত্রে উৎসবের আমেজ উদ্ভাসিত হয়েছে দারুণভাবে। ১৯৫৯ সালে একদিন রোমে ছাদে উঠে মনের আনন্দে নেচেছিলাম। এটি কে তুলেছিলেন তা কারও মনে নেই। ওই আলোকচিত্রীর নাম ভুলে গেছি আমিও! তবে এই ছবিটি আমাকে শেকড়ের কথা মনে করিয়ে দিয়েছে। তখনও বিশ্বের জনপ্রিয় সব সিনেমা হলের সিঁড়িতে পা রাখবো এমন স্বপ্নও ছিল না। শুভ হোক কান উৎসব!’
ষাট ও সত্তর দশকে বেশকিছু ধ্রুপদী ছবিতে অভিনয় করেন ক্লডিয়া কার্ডিনালে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ফ্রেদেরিকো ফেলিনির ‘এইট অ্যান্ড হাফ’ ও বার্ট ল্যাঙ্কাস্টারের ‘দ্য লিওপার্ড’। এখনও তিনি কাজ করে চলেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ইতালিয়ান ছবি ‘বিউটিফুল লিটল গার্ল’।

এদিকে ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে আগামী ১৭ মে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আয়োজন। চলবে ২৮ মে পর্যন্ত। তার আগে ১৩ এপ্রিল প্যারিসে ঘোষণা করা হবে প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া অর্থাৎ সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য লড়বে কোন ছবিগুলো।
কান প্রচ্ছদ এবং ক্লডিয়ার আসল ছবি এবার মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের নেতৃত্ব দেবেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোডোভার। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ এবং বিভিন্ন দেশের ফিল্ম স্কুলে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশনের বিচারকরা কাজ করবেন রোমানিয়ার ক্রিস্টিয়ান মুঙ্গিউর নেতৃত্বে। উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উপস্থাপনা করবেন বিখ্যাত ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি।
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া