X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল জয়ার ‘বিসর্জন’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১৬:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ২০:৩৯

টিম ‘বিসর্জন’: জয়া, কৌশিক ও আবির ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিসর্জন’। শুক্রবার দেশটির ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি বাংলা ভাষায় সেরা চলচ্চিত্র হিসেবে ছবিটির নাম ঘোষণা করে।
এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। এতে জয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন আবির চট্টপাধ্যায়।

এ বিষয়ে নিজের ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন এই অভিনেত্রী। আবিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি বলেন, ‘বিসর্জন জিতে নিলো শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার। ভারত সরকার, আমরা খুশি। আমরা আনন্দিত। তোমাদের সাথে ভাগ করে নিলাম।’

প্রসঙ্গত, সেরা অভিনেত্রী হিসেবে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ আগেও পেয়েছেন জয়া আহসান। তবে সেটি বাংলাদেশে। প্রথমে ‘গেরিলা’ পরে ‘চোরাবালি’ এবং সম্প্রতি ‘জিরো ডিগ্রী’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এদিকে ৬৪তম এ আসরে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন অক্ষয় কুমার৷ ‘রুস্তম’ ছবির জন্য তার হাতে এই পুরস্কার উঠছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুরভী। ‘মিন্নামিনাঙ্গু’ ছবির জন্য তিনি এ সম্মান পাচ্ছেন।

সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সোনম কাপুরের ‘নিরজা’।

সামাজিক বিষয় বিভাগে ‘পিঙ্ক’ ছবি পাচ্ছে বিশেষ সম্মাননা। এটাও পরিচালনা করেছেন আরেক বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। পাশাপাশি সেরা সহ-অভিনেত্রী হিসেবে জায়রা ওয়াসিম (দঙ্গল), সেরা স্পেশাল এফেক্ট ‘শিবায়’ (পরিচালনা অজয় দেবগন), সেরা নেপথ্য গায়িকা ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাসো, প্রাক্তন), সেরা গীতিকার অনুপম রায়, সেরা সংগীত পরিচালক বাবু পদ্মনাভ পুরস্কার জিতেছেন।

একনজরে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার:

• সেরা অভিনেতা: অক্ষয় কুমার (রুস্তম)

• সেরা অভিনেত্রী: সুরভি সিএম (মিন্নামিনুনগে)

• সেরা ছবি: কসাব

• সেরা পরিচালক: রাজেশ মাপুষ্কর (ভেন্টিলেটর)

• সোশ্যাল ইস্যুর ওপর সেরা ছবি: পিঙ্ক

• সেরা সহঅভিনেতা: মনোজ যোশী (দশক্রিয়া)

• সেরা সহঅভিনেত্রী: জায়রা ওয়াসিম (দঙ্গল)

• পরিবেশ সচেতনতার ওপর তৈরি সেরা ছবি: দ্য টাইগার হু ক্রসড দ্য লাইন

• সেরা হিন্দি ফিচার ছবি: নীরজা

• সেরা প্লেব্যাক গায়িকা: ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাসো)

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান