X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কান্নার পর অপুর হাসি

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ২০:১৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২১:৫০



অপু বিশ্বাস, ছবি টেলিভিশন থেকে সংগৃহীত প্রথমে কান্না, তারপর একটু হাসির রেখা পাওয়া গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসের মুখে। তবুও সে হাসিতে ছিল বেদনা। অপুর কাছে ততক্ষণে খবর এসেছে, শাকিব খান তার সন্তানের দায়িত্ব নিতে চান, তবে অপুর নয়!
এটুকুতেই স্মিত হাসি দেখ গেল নায়িকার চোখমুখে।
রাজধানীর নিকেতনে নিজের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের অপু বলেন, ‘আমি হ্যাপি, বাবা তার ছেলেকে নেবে। পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নেই।আমার বাচ্চার বয়স ছয় মাস হলো। কয়দিন পর একবছরের বার্থ ডে করতে হবে না? এই স্বীকৃতি তো লাগবে।’ অনুষ্ঠান থেকে বের হওয়ার মুহূর্ত
তবে এর আগে টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি অনেক কষ্ট করেছি। দশ মাসের কষ্টের ফল কারও কাছে ছোট হয়ে যাবে, আমাকে ছোট করা হবে- এটা আমার কাম্য ছিল না। আজকে আমি সবকিছু জীবনের বিনিময়ে আগলে রেখেছি। তার বিনিময়ে ছোট একটা সম্মান চেয়েছি। এর চেয়ে বেশি কিছু চাইনি।’
কথাগুলো বলতে বলতে টিভির সরাসরি অনুষ্ঠানে কেঁদে ফেলেন চিত্রনায়িকা। টিভি অনুষ্ঠানে কোনও নায়িকার এমন অশ্রুসিক্ত বয়ান এর আগে দেখেনি দেশের ভক্তরা।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘অনেক স্ট্রাগল করে আমি সন্তান জন্ম দিয়েছি। শাকিব আমার পাশে ছিল না। শাকিব টাকা দিয়েছে। কিন্তু টাকাই কি শুধু অসুস্থ মানুষ চায়! বাচ্চা জন্মের সময় আমি একবার তার সঙ্গে কথা বলতে চেয়েছি কিন্তু পারিনি।’ অপু ও সন্তান আব্রাহাম

তবে এরপর নিজ বাসায় ছোট পরিসরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পাওয়া গেল অন্য অপুকে। শাকিবের ‘দায়িত্বের’ জবাবে অপু এসময় আরও বলেন, ‘আসলে আমার দায়িত্ব কাউকে নিতে হবে না। আমি নিজেই স্বাবলম্বী। আমার বিষয়টি আমিই ভালো দেখতে পারব। আমি সন্তান ও আমার স্বীকৃতি চেয়েছিলাম। সে সন্তানের দায়িত্ব নিচ্ছে- এতেই আমি খুশি।’

/এমআই/এম/

 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’