X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেঁদে ফেললেন শাকিব খানও!

ওয়ালিউল মুক্তা
১১ এপ্রিল ২০১৭, ০০:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৪:০৯



শাকিব খান। ছবি- সংগৃহীত

সূত্রপাত- দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ অপু বিশ্বাসের আচমকা দুটি মন্তব্য। সোমবার বিকালে এ অভিনেত্রী দেশের একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিজের স্বামী হিসেবে শাকিব খানের নাম উচ্চারণ ও পরিচয় করিয়ে দেন তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে! এসময় তিনি ছিলেন অশ্রুসিক্ত।

এমন দাবির প্রেক্ষিতে বিকালেই যোগাযোগ করা হয় শাকিব খানের সঙ্গে। তখন তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অপুর এমন অনুষ্ঠানের বিষয়টিতে ক্ষুব্ধ। আব্রাহাম আমার সন্তান। অবশ্যই আমি তার দায়িত্ব নেব। কিন্তু অপুর দায় আমার নয়। অপু আমাকে অসম্মান করলো। আমার সন্তানকে আমি এভাবে দেখতে চাইনি। আমার সন্তান এভাবে ক্যামেরায় আসতে পারে না।’

এবার প্রায় একই কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শাকিব খান। আজ (মঙ্গলবার) মধ্যরাতে ৭১ টিভির সরাসরি একটি অনুষ্ঠানে নিজেদের বাসা থেকে ফোনে শাকিব ও ভিডিওতে অপু যুক্ত হন।
সোমবার বিকালে টিভি অনুষ্ঠানে ও পরবর্তীতে সন্ধ্যায় নিজ বাসায় অপু তখন উপস্থাপিকার প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে শাকিব বলতে থাকেন, ‘আমাদের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আপনিও নিশ্চয়ই প্রকাশ্যে পরিবারের সব কথা বলবেন না। কিন্তু আমি আমার ছেলেকে এভাবে দেখব, কল্পনাও করিনি।’
শেষ বাক্যটি বলার সময় কণ্ঠ জড়িয়ে আসে শাকিব খানের। তিনিও আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন। পরে কিছুটা সামলে নিয়ে বলেন, ‘আমি শাকিব খান, অ্যাজ এ সুপারস্টার; তার সন্তান এমন বিব্রতকরভাবে লাইভে আসতে পারে না!’

এদিকে, সোমবার বিকালে শাকিব বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি নিয়ে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। 

/এম/এমএম/

সম্পর্কিত সংবাদ:

অপুর জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবি ‘অপুর সংসার’!

কান্নার পর অপুর হাসি

দেখুন অপু বিশ্বাসের সাক্ষাৎকার (ভিডিও)

আমি হ্যাপি, শাকিব বাচ্চার দায়িত্ব নেবে: অপু

আমি সন্তানের বাবা, অপুর দায় আমার নয়: শাকিব

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!