X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কানে ‘সোনার ক্যামেরা’ বিভাগের বিচারক

জনি হক
১৪ এপ্রিল ২০১৭, ১৮:১৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৮:১৫

ফরাসি অভিনেত্রী সনদ্রিন কিবারলেইন কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট ও ক্রিটিকস উইক বিভাগ দুটিতে নির্বাচিত ছবিগুলোর মধ্যে অনেক পরিচালকের প্রথম কাজও থাকে। এই নতুন পরিচালকদের আলাদা একটি বিভাগের জন্য বিবেচনা করা হয়। এরই অংশ হিসেবে তাদের মধ্যে সেরা একজন পরিচালক পান ক্যামেরা দ’র তথা সোনার ক্যামেরা।

৭০তম কান চলচ্চিত্র উৎসবের ক্যামেরা দ’র বিভাগের মূল বিচারক নির্বাচিত হয়েছেন ফরাসি অভিনেত্রী সনদ্রিন কিবারলেইন। এবারের আসরের সেরা নবাগত পরিচালক নির্বাচনের গুরুদায়িত্ব পালন করবেন তিনিই।

এর আগে ক্যামেরা দ’র বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্বাস কিয়ারোস্তামি, উইম ওয়েন্ডার্স, টিম রোথ, অ্যাগনেস ভারদা, স্যাবিন অ্যাজেমার মতো খ্যাতিমানরা। তাদের পাশে এবার যুক্ত হলো সনদ্রিন কিবারলেইনের নাম। আগামী ২৮ মে উৎসবের সমাপনী রাতে বিজয়ী পরিচালকের হাতে সোনার ক্যামেরা তুলে দেবেন তিনি।

২৫ বছরের ক্যারিয়ারে ৪০টির মতো ছবিতে অভিনয় করেছেন সনদ্রিন কিবারলেইন। ফরাসি চলচ্চিত্র শিল্পের ল্যান্ডস্কেপে তিনি হলেন সরলতা ও স্নিগ্ধতার উজ্জ্বল উদাহরণ। ২০০১ সালের কান উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে ছিলেন সনদ্রিন।

১৯৭৮ সাল থেকে কান উৎসবে ক্যামেরা দ’র পুরস্কার দেওয়া হচ্ছে। এটি যারা জিতেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- জিম জারমাশের ‘স্ট্রেঞ্জার দ্যান প্যারাডাইস’ (১৯৮৪), জাফর পানাহির ‘দ্য হোয়াইট বেলুন’ (১৯৯৫), নাওমি কাওয়াসের ‘সুজাকু’ (১৯৯৭), স্টিভ ম্যাককুইনের ‘হাঙ্গার’ (২০০৮), বেন জেইটলিনের ‘দ্য বিস্টস অব দ্য ওয়াইল্ড সাউথ’ (২০১২)। ৬৯তম কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত ‘ডিভাইনস’ ছবির সুবাদে সোনালি ক্যামেরা জেতেন ফরাসি নারী নির্মাতা হুদা বেনিয়ামিন।

/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!