X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিন বন্ধুর ১১ বছর পেছনে ফেরা

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ১৭:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৩:৩৮

মম’র সেলফিতে বিন্দু ও বাঁধন আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। তিনজনই মিডিয়ার প্রিয়মুখ। ২০০৬ সালে তাদের শুরুটা একই মঞ্চ থেকে। তাই তারা যতটা না সহশিল্পী ততোধিক বন্ধু।
তবে সময়ের আবর্তে তিন জনেরই পথ বেঁকেছে নানাদিকে। মম নিজের ব্যস্ততা বাড়িয়েছেন বহুগুণ। নাটকের পাশাপাশি সিনেমার পথেও হাঁটছেন। আর বাঁধন নাটকেই আছেন, তবে সংখ্যাটা ক্রমশ কমিয়ে ফেলছেন। শুটিংয়ের চেয়ে তার একমাত্র ফুলকন্যা সায়রাকে নিয়েই সময় কাটে বেশি। অন্যদিকে বিন্দু সবচেয়ে বেশি সম্ভাবনা জাগিয়েও ২০১৪ সালে মিডিয়াটাকে গুডবাই বলে দিয়েছেন। মন সঁপেছেন সংসারে।
তাই তিন বন্ধুর আর দেখা হয় না সচরাচর। আড্ডা মারা হয় না চুটিয়ে। ফেরা হয় না সুন্দরী প্রতিযোগিতার গ্রুমিং সেশনের মজার স্মৃতি কিংবা অনস্টেজের শ্বাসরুদ্ধকর গল্পে।
তবে গেল কাল বৈশাখ উৎসব তাদেরকে ফেলে আসা দিনে ফেরার একটা সূবর্ণ সুযোগ করে দিয়েছে। বহুদিন পর তিন বন্ধু মিলেছেন এক ফ্রেমে। তুলেছেন সেলফি, করেছেন হাহা-হিহি। উগরে দিয়েছেন পেটে জমা সব কথা।
১৪ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে টিভি অঙ্গনের সব তারকাদের মিলন মেলায় উপস্থিত হন এই তিন লাক্স সুন্দরী। একে অপরকে পেয়ে জড়িয়ে ধরেন, মাতেন আড্ডায়।
পুরনো দুই বন্ধুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আমাদের পথচলা। দীর্ঘদিন দেখা নেই। এতদিন  পর দেখা পেয়ে বেশ ভালো লাগলো। মনে হলো সেই ১১ বছর আগে ফিরে গিয়েছি আমরা।’
/এমকে/এমএম/ 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)