X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বৈশাখী আমেজে এবারের ‘পরিবর্তন’

বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ০০:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০০:০৪

বাউল সাজে বিউটি ও সালমা বাংলা নতুন বছরের আগমন উপলক্ষে এবারের ‘পরিবর্তন’-এর গানে-গল্পে-নাচে উঠে আসবে চিরায়ত বাংলার বৈশাখী উৎসবের আমেজ।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক এই ম্যাগাজিন অনুষ্ঠানটির দশম পর্ব প্রচার হবে আজ, রবিবার(১৬  এপ্রিল) রাত ১০টায় বিটিভির ইংরেজি সংবাদের পর।
বৈশাখী আমেজে ৩টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি নিয়ে রচিত কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব।  
এরমধ্যে ফোক ঘরানার দুই কণ্ঠশিল্পী বিউটি এবং সালমা এই প্রথম কোনও টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানে একসঙ্গে গান গাইবেন। জাহিদ আকবরের কথায় ফোয়াদ নাসের বাবুর সুর-সংগীতে এই পর্বে গান গেয়েছেন সুজন আরিফ ও কর্ণিয়া।
লিজা গেয়েছেন রবিউল ইসলাম জীবনের কথায় আরফিন রুমির সুর-সংগীতে।
গাইছেন লিজা এছাড়া ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা রেসি।
মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে প্রবাদবাক্য নিয়ে করা কুইজের মাধ্যমে।   
এছাড়া হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ, প্রেমিক-প্রেমিকা ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি নিয়ে রচিত নাট্যাংশে অভিনয় করেছেন- দিলু খান, মামুনুল হক টুুটু, আফরোজা হাসান, শাহীন খান, লিটন খন্দকার, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, শিউলী শিলা, শ্যামলী, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, তন্দ্রা, জাহাঙ্গীর প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ।
সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
গাইছেন কর্ণিয়া ও আরিফ /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়