X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চার্চবেল আর উলুধ্বনিও আমাদের কাছে শ্রেষ্ঠ সুর বলেই মনে হয়: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ১৩:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

প্রিন্স মাহমুদ টুইটারে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতীয় নন্দিত সংগীতশিল্পী সনু নিগাম।
১৭ এপ্রিল সকালে এক টুইট বার্তায় তিনি লেখেন, ‌‘‘প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন।’’ এখানেই থেমে থাকেননি সনু। এরপর আরকেটি টুইটে তিনি বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানের সুর অনেক কর্কশ।’
সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলেও উল্লেখ করেছেন।  
স্বাভাবিকভাবে এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েছেন সনু। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও তার দিকে সমালোচনার তীর ছুঁড়ছেন। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরাও সনুকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন টুইটারে। অনেকে বলেছেন, সনুর ক্ষমা চাওয়া উচিত। কেউ বলেছেন, তার অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হওয়া উচিত।
সনু নিগামের টুইট এদিকে সনু নিগামের এমন মন্তব্যে তীর্যক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশের শ্রোতা এবং সংগীতাঙ্গনেও। এরমধ্যে দেশের অন্যতম গীতিকবি-সুরকার প্রিন্স মাহমুদ সনুর এমন কাণ্ডে ফেসবুকে একটি তাৎক্ষণিক পোস্ট দেন। যা গেল ১৬ ঘন্টায় ১৬৬ বার (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) শেয়ার হয়েছে। পোস্টটি তুলে ধরা হলো-

বাচ্চারা তোমরা ইতিহাস জানো না। ১৪ বছর আগেই সনু নিগমের ক্যারিয়ার সিলগালা করে দিয়েছিল রাহাত ফতেহ আলী খান, শাফকাত আমানত আলী, আতিফ আসলাম, তারপর আমাদের জেমস।

সে বুঝে গিয়েছিল তার একঘেয়ে ছিঁচকাঁদুনে গলা আর কেউ শুনবে না। পড়তি ক্যারিয়ারের ফ্রাস্ট্রেশনে তাই শেষ রাতে ভরপুর নেশাগ্রস্থ অবস্থায় ইচ্ছেমতো লিখতে বসে যাওয়া ছাড়া তার আর কিইবা করার আছে?

আজানের সুরকে অবমাননা করে টুইট, আলোচনায় আসার উপলক্ষ মাত্র। আর মাঝে মধ্যে উপলক্ষ বদলালেও তার ভেতরের সাম্প্রদায়িকতার তোরণ সরে না।
এরা কি আসলেই শিল্পী নাকি স্ট্যান্টম্যান!! সাম্প্রদায়িকতার বিষবাষ্প এরাই ছড়ায়...


সনু নিগামের টুইট ইসলাম ছাড়াও অন্য ধর্মের প্রতি মমতা প্রদর্শন করে প্রিন্স মাহমুদ নিজের স্মৃতি থেকে ঐ পোস্টে আরও লেখেন-
আমাদের বাড়ি খুলনা শহরের সবচেয়ে বড় গির্জার পাশে। শুধু আজানের সুর নয় সন্ধ্যা-সকাল চার্চবেল আর আশেপাশের হিন্দু বাড়ি থেকে আসা উলুধ্বনিও আমাদের কাছে শ্রেষ্ঠ সুর বলেই মনে হয়।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)