Vision  ad on bangla Tribune

টিভি নাটকে জয় শাহরিয়ার

বিনোদন রিপোর্ট২০:১৭, এপ্রিল ২০, ২০১৭

শুটিং শেষে শুটিং ইউনিটের সেলফিগানের পাশাপাশি তিনি নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন। তবে এবারই প্রথম অভিনয় করলেন। এবং সেটি সংগীতশিল্পী জয় শাহরিয়ার হিসেবেই।

নাটকের নাম ‘নোটস’। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় এতে জয়ের সহশিল্পী হিসেবে ছিলেন ইরেশ যাকের ও তিশা।
এদিকে নাটকটির শুটিং সেরেই জয় তার ব্যক্তিগত কাজে ঢাকা ছাড়েন নেপালের উদ্দেশ্যে।
সেখান থেকে মুঠোফোনে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রথম নাটকে কাজ করলাম। কারণ দুটো- এক উজ্জ্বল ভাই বলেছেন, দুই আমি আমার নিজের চরিত্রেই অভিনয় করেছি। আর কাজের অভিজ্ঞতা অসাধারণ। শুরুর আগে যে দ্বিধা ছিলো, সেটি সবার সহযোগিতায় কেটে গেছে। তবে, অভিনয় কতটা করতে পেরেছি- সেটা দর্শকরাই ভালো বিচার করবেন।’
জানা গেছে ‘নোটস’ আসছে ঈদুল ফিতরে প্রচার হবে এনটিভিতে।
/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ