behind the news
Vision  ad on bangla Tribune

যে কারণে অভিষেক হচ্ছে না সারাহ আলির

বাংলা ট্রিবিউন ডেস্ক১৪:৩৯, এপ্রিল ২১, ২০১৭

টেনিস কোর্টে বাবা-মেয়েবেশ কয়েকবার অভিষেক হতে গিয়েও হচ্ছে না সারাহ আলি খানের। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের একমাত্র মেয়ে সরাহ’র রূপালি পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল আরও আগেই।

প্রথমে হৃতিকের সঙ্গে অভিনয়ের কথা ছিল তার। এরপর শোনা যায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- টু’তে দেখা যাবে তাকে। কিন্তু সেটাও ভেস্তে যায়। শেষপর্যন্ত শোনা যাচ্ছিল আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’-এ দেখা মিলবে তার। কিন্তু সেটাও এখন শঙ্কার মধ্যে পড়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের মতে, আদিত্য চোপড়াই চাচ্ছিলেন না সারাহকে নিয়ে কাজ করতে। তিনি ইয়াস রাজ ফিল্মসের একটি অডিশন দিতে গেলে তাকে বাদ দেন প্রযোজক আদিত্য। অমৃতা সিংও খুব করে চাইছিলেন যেন বড়পর্দায় বড় কোনও ছবি দিয়েই অভিষেক হয় মেয়ের।

কিন্তু খুব শিগগিরই তা আর হচ্ছে না।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানায়, অমৃতা সিংয়ের কারণেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- টু’ থেকে সরে আসেন সারাহ। কারণ অমৃতা মনে করেন এতে করে অনেকের মধ্যে একজন হয়ে থাকতে হতো সারাহকে।

তিনি চান, সারাহ কোনও তারাকার সন্তান হয়ে নয় বরং নতুন মুখ হিসেবে একক অবস্থান নিয়ে বলিউডে প্রবেশ করুক।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

/এমএইচ/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ