X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লাকী আখন্দের জন্য শোকগাথা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ২২:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১২:০৫

‘আমায় ডেকো না, ফেরানো যাবে না/ ফেরারী পাখিরা কূলায় ফেরে না’— লাকী আখন্দের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক জানাতে তার এই গানের কথা বেছে নিয়েছেন সংগীতসহ শোবিজের শিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা শোকময় স্ট্যাটাস দিয়ে কিংবদন্তি এই সংগীত ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়েছেন।
লাকী আখন্দের জন্য ফেসবুকে তারকাদের শোকগাথা মাইলস ব্যান্ডের তারকা শাফিন আহমেদ লিখেছেন, ‘লাকী ভাই আপনি আমাদের অনেক কালজয়ী গান দিয়েছেন। আপনাকে আমাদের মাঝে রেখে দিতে পারলে বাংলা গানের জন্য মঙ্গল হতো। কিন্তু তা না পারায় আমরা দুঃখিত। আপনার গান আমরা উপভোগ করে যাবো। আপনি শান্তিতে থাকুন।’

বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী লিখেছেন, ‘গতকাল শুনলাম বাসায় আছো, খুব ভালো আছো। একটু আগে পৌনে আটটায় এক সাংবাদিক জানালো তুমি সন্ধ্যায় চলে গেছো। আল্লাহকে বলি- তোমায় দেখে রেখো, শান্তিতে রেখো।’
কুমার বিশ্বজিৎ লেখেন, ‌‘‘আজও মনে পড়ে ১৯৭৭ সালে যেদিন তিনি আমাকে প্রতম অ্যালবামের জন্য গানটি দিয়েছিলেন। ‘যেখানে সীমান্ত আমার’- যে গানটি আমাকে দিয়েছে নতুন জীবন। বাংলাদেশের সংগীতাঙ্গনে  লাকী ভাইর অবদান ভুলে যাওয়ার নয়। আপনি সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রার্থনা করি, আপনি ওপারে স্বর্গসুখ পাবেন।’’

চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী লিখেছেন, ‘সত্যিকারের এক শিল্পী। সৃষ্টিতে, ব্যক্তিত্বে। কোনওদিন নিজেকে জাহির করতে দেখিনি তাকে। তার জন্য শ্রদ্ধাটা তাই মন থেকেই। ভালো থাকবেন কিংবদন্তি লাকী আখন্দ। আল্লাহ আপনাকে নিশ্চয় শ্রেষ্ঠ জায়গায় রাখবেন!’
লাকী আখন্দ প্রবাসে থেকে সংগীত পরিচালক শওকত আলী ইমন লিখেছেন, ‘‘এক কিংবদন্তির চির প্রস্থান। লাকী ভাই চলে গেলেন আমাদের ছেড়ে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। কী লিখব কোনও ভাষা খুঁজে পাচ্ছিনা। এই পাহাড় সম ব্যাক্তিত্ব সম্পর্কে দু-এক লাইনে কী বলব? শেষ যেদিন দেখতে গিয়েছিলাম, ফিরে আসার সময় আমার হাত ধরে অনেক অনেক মনের কথা, আদেশ উপদেশ আক্ষেপের কথা বলেছিলেন। হাসিমুখে এও বলেছিলেন, ‘ইমন তুই আমাকে মাটি দিতে নিয়ে যাবি, আমি দেখতে পাব সব।’ আমার চোখ বেয়ে এখন অঝরে পানি পড়ছে। চিৎকার করে কাঁদতেও পারছিনা। লাকী ভাই, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি যে অনেক দূরে এখন। ক্ষমা কর দিবেন।’’
গায়ক পারভেজ লিখেছেন, ‘লাকী স্যারও চলে গেলেন! বাংলা সংগীতের আরও একটি স্তম্ভ ভেঙে পড়লো।’ সংগীত পরিচালক রিপন খান ও সুমন কল্যাণ উল্লেখ করেছেন, ‘ফেরারী পাখিরা কুলায় ফেরে না!’ শোক জানিয়েছেন গীতিকার আসিফ ইকবাল, গায়িকা দিনাত জাহান মুন্নী, দিঠি চৌধুরী, সংগীতশিল্পী সুজন আরিফ, শফিক তুহিন, জয় শাহরিয়ার, লুৎফর হাসান, অয়ন চাকলাদারসহ অনেকে।
শুধু গানের শিল্পীরাই নন, শোবিজের অন্য তারকারাও শোক জানিয়েছেন। নাট্যকার মাসুম রেজা উল্লেখ করেছেন ‘এই নীল মনিহার’ গানটির কথা। অভিনেতা হিল্লোল লিখেছেন, ‘তিনি ছিলেন কিংবদন্তি।’ চিত্রনায়ক নিরব ও টিভি অভিনেতা মার্শাল স্ট্যাটাস দিয়েছেন, ‘আগে যদি জানতাম, তবে মন ফিরে চাইতাম।’
উপস্থাপিকা মারিয়া নূর, বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি ও চিত্রগ্রাহক রাশেদ জামান লিখেছেন, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না।’ এছাড়া শোক জানিয়েছেন আরজে সায়েম, অভিনেত্রী আয়শা মনিকাসহ অনেকে।
এদিকে লাকী আখন্দের মৃত্যুর খবরে তার আরমানিটোলার বাসায় শুক্রবার রাতে ছুটে গিয়েছেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, ফাহমিদা নবী, গীতিকবি আসিফ ইকবালসহ অনেকেই। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

/জেএইচ/এমএম/
* সংগীত ব্যক্তিত্ব লাকী আখন্দ আর নেই
* যাই যাই বলে চাচা আজ সত্যি সত্যি নাই!
* রাতে বারডেম হিমঘরে, প্রথম জানাজা সকাল ১০টায়
* শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!