Vision  ad on bangla Tribune

ঢাকার মঞ্চে শাহ পরিবারের অভিনয় দ্যুতি (অ্যালবাম)

বিনোদন ডেস্ক০০:০১, এপ্রিল ২২, ২০১৭

মঞ্চে নাসিরুদ্দিন শাহঢাকায় প্রথম এসেছেন ভারতের প্রতিথযশা অভিনেতা-নির্মাতা নাসিরুদ্দিন শাহ। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও সন্তান। বৃহস্পতিবার সকালে এসেছেন তারা।

আর শুক্রবার, ২১ এপ্রিল সন্ধ্যায় ঢাকার মঞ্চে অভিনয় সৌরভ ছড়ালো বলিউডের এই শাহ পরিবার।
ঢাকার মঞ্চে শাহ পরিবারের অভিনয় দ্যুতিকিংবদন্তি এ অভিনেতা তার নির্দেশিত মঞ্চনাটক ‘ইসমাত আপাকে নাম’-এ অংশ নিয়েছেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী রত্মা পাঠক শাহ এবং তাদের তিন সন্তানের মধ্যে একমাত্র কন্যা হিবা শাহ।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এটি মঞ্চায়িত হয়। তাদেরকে ঢাকায় নিয়ে এসেছে ব্লুজ কমিউনিকেশনস।
মঞ্চে শাহ পরিবারমূলধারা ও ধ্রুপদিসহ বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের জন্য খ্যাত ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি ইতোমধ্যে পেয়েছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণ।

বাংলাদেশে বলিউড নন্দিত ‘শাহ’ পরিবারের এটাই প্রথম সফর।
‘ইসমাত আপাকে নাম’-এর মাধ্যমে খ্যাতিমান লেখক ইসমাত চুখতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।
নাসিরুদ্দিন শাহরত্না পাঠকমঞ্চে শাহ পরিবারমঞ্চে নাসিরুদ্দিন শাহ/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ