X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লাকী আখন্দ: শহীদ মিনার থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ১৩:২০আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৫:১৮

লাকী আখন্দ প্রিয় মানুষ লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন দেশের নন্দিত ও জনপ্রিয় শিল্পীরা।

বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের পাশাপাশি একে একে জড়ো হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সর্বস্তরের মানুষ। প্রিয় মানুষটির কফিনের পাশে ফুল রেখে শেষবার দেখে নিয়েছেন নিঃশব্দ মুখটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে অনেকেই বলেছেন প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা।
হাসান ইমাম নন্দিত অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমরা যারা তাকে ছোট থেকে বড় হতে দেখেছি, তাদের জন্য এই বিদায় বড় বেদনার। আমি দেখেছি কীভাবে সে গানগুলো মানুষপ্রিয় করেছে। তার আত্মার শান্তি কামনা করি।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল বলেন, ‘লাকী পরিপূর্ণ একজন মানুষ অথবা পরিপূর্ণ শিল্পীও বলা যায়। এমন মানুষকেই অনুসরণ করা উচিত। আশা করছি সেটাই আমরা করবো।’
গাজী মাজহারুল আনোয়ার গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘লাকী আমাদের সংগীতজীবনের চমক। আমরা একসঙ্গে কাজ করেছি অনেক। মুক্তিযুদ্ধের সময় একসঙ্গে কাজ করেছি। তার চলে যাওয়াটা মেনে নিতে পারব না, কারণ এমন শিল্পী আর আসবে না।’
কণ্ঠশিল্পী খুরশীদ আলম বলেন, ‘আমার বয়স ৭২। আর উনার মাত্র ৬১। অথচ আমার আগেই চলে গেলেন! এই তো সেদিন মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরেছিলো- জানতাম হয়তো সময় বেশি নেই। তবুও মনে জোর পেয়েছি সুস্থতার কথা শুনে। হাসপাতাল থেকে খুশি মনে বাসায় ফেরার কয়েকদিনের মাথায় এভাবে হুট করে চলে যাওয়া- খুবই কষ্টের। একসঙ্গে কাজ করেছি। সংগীতশিল্পীরা যেমন হয় আত্মভোলা, অহংকারবিহীন- সেটা তার মধ্যে ছিল পরিপূর্ণ। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন- এই দোয়া করি।’
আসাদুজ্জামান নূর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘তার গান এ দেশের মানুষ মনে রাখবেন। এই বীর মুক্তিযোদ্ধা-শব্দসৈনিক আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তার কন্যাকে বলতে চাই, আমাদের পক্ষ থেকে যা করণীয়, সেটা করবো। আপনাদের কোনও প্রত্যাশা থাকলেও জানাবেন। একজন মুক্তিযোদ্ধা ও আমার বন্ধু লাকীর জন্য যা করণীয় আমি করব। কথা দিলাম।’
গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘লাকী আখন্দ তার কর্ম দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন এতে কোনও সন্দেহ নেই। তবে তরুণদের মাঝে লাকী ভাইকে আরও ছড়িয়ে দিতে আমাদেরকে কাজ করতে হবে। তরুণরা যখন লাকী ভাইকে জানবেন এবং ধারণ করবেন, তখনই তার আত্মা শান্তি পাবে। আমরা লাকী ভাইকে ধারণ করছি মনে-প্রাণে, প্রত্যাশা করি তরুণরাও এই কিংবদন্তিকে হৃদয়ে ধারণ করবেন।’
লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি বলেন, ‘আমি দুটো কথা বলতে চাই। আমার বাবা দেশের জন্য কষ্ট করেছেন। যুদ্ধ করেছেন। মিউজিক করে সবাইকে সুখ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি দেশ ও মিউজিক ভালোব্সতেন। অসুস্থ অবস্থায়ও মিউজিক করেছেন, দেশের কথা ভেবেছেন। তার জন্য দোয়া করবেন, এটুকুই প্রত্যাশা সবার কাছে।’
এছাড়া রাষ্ট্রীয় সম্মাননা ও অসুস্থ লাকী আখন্দর পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

বৃষ্টি উপেক্ষা করে লাকী আখন্দকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা প্রসঙ্গত, শনিবার সকাল ১০টায় জন্মস্থান পুরান ঢাকার আরমানিটোলায় কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 

বেলা ১১টা ২৫ মিনিটের দিকে দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার। এখানে পরিবারের সদস্য, স্বজন ছাড়াও হাজির হয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামন নূর, টিভি ব্যক্তিত্ব হাসান ইমাম, ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, তিমির নন্দী, ফোয়াদ নাসের বাবু, কাজী হাবলু, নকীব খান, খুরশীদ আলম, ফকির আলমগীর, ওয়ারফেইজের টিপু, মাইলসের মানাম আহমেদ, বিজন মিস্ত্রী, তানভীর আলম সজীব, বেলাল খান, অদিত, গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, শহীদুল্লাহ ফরায়জী, আসিফ ইকবাল, কবির বকুল, অভিনেতা খায়রুল আলম সবুজ প্রমুখ।
শহীদ মিনারের মরদেহ রাখা হবে বেলা ১টা পর্যন্ত। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই লাকী আখন্দকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
বৃষ্টি উপেক্ষা করে লাকী আখন্দকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধাটানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। ২১ এপ্রিল দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার আগে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।


বৃষ্টি উপেক্ষা করে লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা

ছবি: ওয়ালিউল মুক্তা

/এম/এমএম/

* সংগীত ব্যক্তিত্ব লাকী আখন্দ আর নেই
* যাই যাই বলে চাচা আজ সত্যি সত্যি নাই!
* রাতে বারডেম হিমঘরে, প্রথম জানাজা সকাল ১০টায়
* শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

* লাকী আখন্দের জন্য শোকগাথা

* বৃষ্টি উপেক্ষা করে লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার