X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
স্মরণে লাকী আখন্দ্

এই গানটি গাওয়ার যোগ্যতা তোমার নেই

আসিফ আকবর, কণ্ঠশিল্পী
২৩ এপ্রিল ২০১৭, ১৭:১০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৩:০২

শ্রোতাপ্রিয় গান তৈরিতেই ব্যস্ত থাকতাম ক্যারিয়ারের শুরুতে। মাঝে মাঝে দেশ কিংবা বিষয়ভিত্তিক গানও হতো আমার জন্য। একসময় উপলদ্ধি হলো, হিটের চেয়ে কিছু মানসম্পন্ন গান আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন।

গানটি তৈরির ফাঁকে লাকী আখন্দ্ ও আসিফ আকবর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার সময় প্রথমেই শ্রদ্ধেয় সদ্যপ্রয়াত লাকী আখন্দ্ ভাইয়ের নাম মাথায় এলো। এর মধ্যে আমাদের কুমিল্লার সিনিয়র মিউজিশিয়ান মিনহাজ ভাই এবং পিন্টু ভাই বললেন তাদের কাছে লাকী ভাইয়ের সুর করা একটি অপ্রকাশিত গান রয়েছে, টাইটেল- ‘সময় থেমে গিয়েছিলো’। লাকী ভাই তখন মিউজিক থেকে বিরতিতে ছিলেন।
পত্র পত্রিকায় নিউজ হলো ‘সময় থেমে গিয়েছিলো’ গানটি আমি গাইছি। হঠাৎ করেই (২০১৩ সালে) মোবাইলে মেসেজ এলো- আমি লাকী আখন্দ্। ব্যস্তসমস্ত হয়ে ফোন ব্যাক করলাম। লাকী ভাই প্রথমেই আমাকে চিনতে পারেননি, চেনার চেষ্টাও করেননি। শুধু জিজ্ঞেস করলেন- আমি গানটা কোথায় পেয়েছি। ইতিহাস শুনে বললেন– এই গানটি গাওয়ার যোগ্যতা তোমার নেই, এটি তাল ছাড়া গান, তোমাকে দিয়ে এই গান হবে না। সুতরাং গানটি গাওয়ার চেষ্টা করো না।
আমি রণে ভঙ্গ দিলাম, বুঝে গেছি লাকী ভাইয়ের গান পাওয়া কিংবা গাওয়া এত সহজ না, আমি অন্যকাজে মনযোগী হলাম।
বছর দুয়েক পরে আবার একটা মেসেজ এলো– আমি লাকী আখন্দ্। নাম্বার ষ্টোর করা ছিলো, সাথে সাথে কলব্যাক। বললেন, তিনি আমার সঙ্গে দেখা করে কথা বলতে চান। আমার শরীরে বৈদ্যুতিক প্রবাহ খেলে গেলো, অফিসে দাওয়াত দিলাম। তিনি আসলেন বসলেন– অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন– বসো- আমি তোমাকে গান দিবো, তুমি অনেক ভালো গাও, তখন আমি তোমাকে চিনতাম না, তোমার গানও শুনিনি। যখন শুনলাম তখন মনে হয়েছে তোমার জন্য গান করা দরকার। আমি খুশিতে গদগদ।
অবশেষে লাকী ভাই প্রথম এবং শেষ গান আমাকে দিলেন। আশেকী ভাইয়ের লেখা সেই গানটির কথাগুলো এমন- ‘আকাশের চাঁদ তুমি, জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল’।


প্রসঙ্গত: সদ্য প্রয়াত কিংবদন্তি লাকী আখন্দ্ স্মরণে রবিবার (২৩ এপ্রিল) লেখাটি আসিফ আকবর প্রকাশ করেছেন তার ফেসবুক দেয়ালে।
অন্যদিকে লাকী আখন্দ্ এর সুর-সংগীতে ‘আকাশের চাঁদ তুমি’ গানটি স্থান পেয়েছে আসিফ আকবরের ‘জান রে’ অ্যালবামে। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির একটি ভিডিও প্রকাশ পেয়েছে ২০১৪ সালে ইউটিউবে। যেটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। আর এতে আসিফের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন অশীন অধরা। 
/এমএম/


সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার