X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে পুরস্কৃত বাংলাদেশের ছবি

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৩:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৪:৫৮

  চলচ্চিত্রটির একটি দৃশ্যে দোয়েল এবার পাকিস্তানের ওম্যান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (ডব্লিউআইএফএফ) প্রতিযোগিতা পুরস্কৃত হলো চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। তাসমিয়াহ্ আফরিন মৌয়ের নির্মিত এ ছবিটি উৎসবে প্রথম স্থান লাভ করেছে।


পাকিস্তানের ইসলামাবাদে ওম্যান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় মার্চে। একই উৎসবে পুরস্কার জেতা অন্য ছবিগুলো হলো— ভারতের ‘ডেফ ইয়ারস’ (দ্বিতীয়), যৌথভাবে তৃতীয় হয়েছে মালয়েশিয়ার ‘রাহায়ু : হার রোড টু ফ্রিডম’ ও পাকিস্তানের ‘দ্য ডার্কার সাইড অব গ্লিটারিং ব্যাঙ্গলস’।
পরিচালক মৌ বলেন, ‘আমরা বিভিন্ন ভাষা আর সংস্কৃতি ধারণ করলেও আমাদের অনুভূতিগুলো আলাদা না। দর্শকদের অভিব্যক্তি আমাকে যেন সে তথ্যই দিয়েছে।’
গত ডিসেম্বরে সবশেষ ঢাকায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহারিয়ার বেস্ট শর্টফিল্ম পুরস্কার অর্জন করে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। ভারতের মুম্বাইয়ের ১৫তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে অর্জন করে জুরি স্পেশাল মেনশন ও বিহারে অনুষ্ঠিত বোধিসত্ত্ব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পায় সিলভার বোধিসত্ত্ব অ্যাওয়ার্ড।
ফ্রান্সের ৩৪তম ত্যুস কুউস ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভালে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এছাড়া আরো বেশকিছু উৎসবে অংশ নেয় চলচ্চিত্রটি।
খনা টকিজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন। অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, আলী আহসান প্রমুখ। এতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
/এস/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা