X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা নিয়ে এমা ওয়াটসনের টুইট

বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৫:১২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৯

এমা ওয়াটসন ২০১৩ সালে বাংলাদেশের পোশাক শিল্পে বড় বিপর্যয় ঘটে যায়। ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ১১০০’র বেশি প্রাণহানী ঘটে, নাড়া দিয়ে যায় বিশ্ববাসীকে। এবার সে ঘটনাকে বিশেষভাবে স্মরণ করেছেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন।

‘হ্যারি পটার’খ্যাত এ তারকা নিজের টুইটারে স্মরণ করার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতেও বলেছেন।
দুই বাক্যের সে টুইটে তিনি লেখেন, ‘আমি আজ স্মরণ করছি রানা প্লাজাকে। চার বছর হতে চললো। প্লিজ আপানারা বিষয়টি নিয়ে ভাবুন, যারা আমাদের পোশাক তৈরি করছেন।’
এমার টুইট রানা প্লাজা বিপর্যয়ের দিন অর্থাৎ গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে (২৪ এপ্রিল) টুইটটি করেছেন এ অভিনেত্রী।
এদিকে ‌‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘হ্যারিপটার’ সিরিজ-এর মতো ছবিতে অভিনয় করা এ তারকা সামাজিক কাজেও বেশ প্রশংসিত। নিজে জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এছাড়া বাংলাদেশের শ্রমিকদের নিয়েও তিনি কাজ করেছেন। পোশাক শ্রমিকদের জন্য এদেশ থেকে ঘুরেও গেছেন।
কীভাবে কোন পরিবেশে তৈরি হয় এসব পোশাক-আশাক? পোশাককর্মীরা কেমন আছেন? ২০১০ সালে এর জবাব খুঁজতেই তিনি এসেছিলেন বাংলাদেশে। ফিরেছেন সন্তুষ্টি নিয়ে।


/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…