X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কানের বিচারক দলে উইল স্মিথ

জনি হক
২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৭

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের আসনে বসবেন হলিউড তারকা উইল স্মিথ। তারসঙ্গে আরও থাকছেন আলোচিত অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। দু’বার করে অস্কার মনোনয়ন পাওয়া এ দুই অভিনয়শিল্পী স্বর্ণপামজয়ী ছবি নির্বাচনে সহযোগিতা করবেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ই-মেইল বার্তায় আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। এদিন মোট ৮ জন বিচারকের নাম ঘোষণা করেন তারা।

কানের বিচারক দলে উইল স্মিথ অন্য বিচারকরা হলেন ‘এক্স-মেন’ তারকা ফ্যান বিংবিং, ইতালিয়ান নির্মাতা পাওলো সোরেন্তিনো, ফরাসি অভিনেত্রী-গায়িকা অ্যাগনেস জাউই, জার্মান নারী নির্মাতা মারেন আদে, দক্ষিণ কোরীয় চলচ্চিত্রকার পার্ক চ্যান-উক ও ‘দ্য ইংলিশ প্যাশেন্ট’ ছবির জন্য অস্কারজয়ী ফরাসি সংগীত পরিচালক গ্যাব্রিয়েল ইয়ারেদ।
আগামী ১৭ মে শুরু হবে ৭০তম কান উৎসব। আগেই জানানো হয়, এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৮টি ছবির মধ্য থেকে স্বর্ণপাম জিতবে কোনটি, তা নির্ধারণ হবে জুরি বোর্ডের প্রধান স্প্যানিশ পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক পেড্রো আলমোডোভারের নেতৃত্বে। এর মধ্যে উল্লেখযোগ্য মাইকেল হানেকির ‘হ্যাপি এন্ড’, সোফিয়া কপোলার ‘বিগাইল্ড’। উৎসবের পর্দা নামবে আগামী ২৮ মে।
প্রসঙ্গত; ‘আলি’, ‘দ্য পারস্যুট হ্যাপিনেস’ ও ‘কনক্যুশন’ ছবিগুলোর সুবাদে গতানুগতিক ধারার বাইরের ছবিতে উইল স্মিথের দক্ষতার পরিচয় আছে। তার ব্যবসাসফল ছবির তালিকায় আছে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’, ‘আই, রোবট’, ‘হিচ’, ‘আই অ্যাম লিজেন্ড’, ‘মেন ইন ব্ল্যাক’ ট্রিলজি ও কয়েক মাস আগে মুক্তিপ্রাপ্ত ‘সুইসাইড স্কোয়াড’। তবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল সফল সংগীতশিল্পী হিসেবে।
অন্যদিকে জেসিকা চ্যাস্টেইন এ প্রজন্মের অন্যতম প্রশংসিত অভিনেত্রী। তার ছবির তালিকায় উল্লেখযোগ্য ক্যাথরিন বিগেলোর ‘জিরো ডার্ক থার্টি’, ‘অ্যা মোস্ট ভায়োলেন্ট ইয়ার’, ‘দ্য মার্শান’, ‘দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব ইলিনর রিগবি’ প্রভৃতি। তিনি এখন কাজ করছেন হাভিয়ার দোলানের ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ. ডোনোভান’ ছবিতে।
কানের বিচারক দল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা-
* পেড্রো আলমোডোভার (স্প্যানিশ পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক)
* উইল স্মিথ (মার্কিন অভিনেতা, প্রযোজক ও সংগীতশিল্পী)
* জেসিকা চ্যাস্টেইন (মার্কিন অভিনেত্রী ও প্রযোজক)
* পার্ক চ্যান-উক (দক্ষিণ কোরীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক)
* পাওলো সোরেন্তিনো ইতালিয়ান পরিচালক ও চিত্রনাট্যকার)
* মারেন আদে (জার্মান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক)
* ফ্যান বিংবিং (চীনা অভিনেত্রী ও প্রযোজক)
* অ্যাগনেস জাউই (ফরাসি অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক, গায়িকা)
* গ্যাব্রিয়েল ইয়ারেদ (ফরাসি সংগীত পরিচালক)
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা