X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শাকিবের জন্য মানববন্ধন, পুলিশি বাধা

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ২০:১৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৩:৫৫

শাকিবের জন্য রাজপথে মানববন্ধন/ ছবি: সংগৃহীত শাকিব খানের বিরুদ্ধে ‘চক্রান্ত’ বন্ধের দাবিতে রাজপথে নেমেছিলেন তার ভক্তরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পূর্ব ঘোষণা ধরে ঘর ছেড়ে পথে নেমেছিলেন তারা। পুলিশি বাধা পেরিয়ে দুই দফা স্থান বদল করে ব্যানার-ফেস্টুন-প্লেকার্ড হাতে মানববন্ধন করেছেন ভক্তরা। তারকার জন্য ভক্তদের এমন চিত্র সচরাচর দেখা মেলে না, এই দেশে।

তবে মানববন্ধনের পূর্ব নির্ধারিত স্থান বিএফডিসি’র সামনে থাকলেও সেটি ‘অনুমতি’র অজুহাতে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব হয়ে রাজমনি প্রেক্ষাগৃহের সামনে থিতু হয়েছে।
‘পরিচালক সমিতির নিষেধাজ্ঞা ও সব চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন’ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে কাকরাইলের রাজমনি প্রেক্ষাগৃহের সামনে এই সারিবদ্ধ জমায়েত হয়। শাকিব খানকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দেওয়া উকিল নোটিশ ও তাকে ‘বয়কট’ ঘোষণায় প্রতিবাদ জানিয়েছেন তারা।
মানববন্ধনে নেতৃত্ব দিয়েছের চলচ্চিত্র বিষয়ক এবং শাকিব খান ফ্যান ক্লাবের বিভিন্ন ফেসবুক গ্রুপের সদস্যরা। মানববন্ধন চলাকালে তারা জানান, এর আগে তাদের রাজপথে নামার অভিজ্ঞতা নেই। প্রিয় নায়ক শাকিব খানের জন্যই তারা আজ মাঠে নেমেছেন। তাদের ভাষ্য, ‘ষড়যন্ত্র ভুলে আমরা চাই চলচ্চিত্র পরিবারের সবাই মিলে মিশে থাকুন।’
শাকিবের জন্য রাজপথে মানববন্ধন/ ছবি: সংগৃহীত মানবন্ধনের অন্যতম উদ্যোক্তা শুভ ঘোষ বলেন, ‘কাউকে বয়কট করে নয়, সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের একসঙ্গে বসা উচিত। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই না চলচ্চিত্রে সালমান শাহ পরিনতির পুনরাবৃত্তি ঘটুক। যেটা ঘটেছিল ১৯৯৬ সালে।’
এদিকে আজ (বৃহস্পতিবার) বিএফডিসির সামনে মানবন্ধন করার পূর্ব পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ‘নিরাপত্তা’ ইস্যুতে সংশ্লিষ্টরা গিয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। কিন্তু সেখানেও বাধা। আগে থেকে ‘অনুমতি’ না নেওয়ায় পুলিশ তাদের জড়ো হতে দেয়নি সেখানে। বাধ্য হয়ে শাকিবভক্তরা রাজমনির সামনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে শান্তিপূর্ণ মানবন্ধন করেন।  
প্রসঙ্গত, সোমবার (২৪ এপ্রিল) শীর্ষ এ নায়ককে পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ পাঠায়। এরপরই একই দিন সমিতির প্যাডে নতুন ঘোষণা দেওয়া হয় শাবি খানকে বয়কটের।
সেখানে বলা হয়, ‌‘সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় উক্ত বিষয়ের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।’
এ ঘটনার সূত্রপাত থেকেই শাকিব বলে আসছেন, উকিল নোটিশ দেওয়াতে সমিতিকে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তিনি আসলে ষড়যন্ত্রের শিকার। এ বিষয়ে গতকাল (২৫ এপ্রিল) তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহকেও টেনে আনেন উদাহরণ হিসেবে। শাকিবের জন্য রাজপথে মানববন্ধন/ ছবি: সংগৃহীত
/এস/এমএম/

* শাকিব ‘চক্রান্ত’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক

* বয়কট-চক্রান্ত: শাকিব টানলেন ২১ বছর আগের সালমানকে

* শাকিব খানকে বয়কট করার জন্য বিজ্ঞপ্তি

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার