X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জয়িতার অ্যালবামের মোড়ক খুলবেন সনজীদা খাতুন

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ০০:১১আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৪:০৬

সনজীদা খাতুন/ ছবি: সংগৃহীত সনজীদা খাতুন। দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃত। এ ব্যক্তিত্ব এবার প্রকাশনা উৎসবে উপস্থিত থেকে শুভকমনা জানাবেন রবীন্দ্রসংগীতশিল্পী জয়িতাকে।

তবে জয়িতার আরও একটি পরিচয় আছে। তিনি সনজীদা খাতুনের নাতনি। জয়িতার মা রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের চাচি সনজীদা খাতুন। তাই পারিবারিক একটা বন্ধনও আছে তাদের মধ্যে।
এদিকে, আগামী ২ মে সাংস্কৃতিক ভবন ছায়ানট মিলনায়তনে হবে মোড়ক উন্মোচন। বরীন্দ্রসংগীতের এ অ্যালবামের নাম ‘কত মধুসমীরে’।
জয়িতা বললেন, ‌‘আমার মা নানুর কাছে গান শিখেছেন। আমিও যখন গানের সঙ্গে যুক্ত হয়েছি, নানুর সান্নিধ্য পেয়েছি। তিনি উপস্থিত থাকবেন- এটা আমার জন্য প্রেরণার।'
জয়িতা/ ছবি: সংগৃহীত ‘কত মধুসমীরে’ অ্যালবামে গান রয়েছে ৮টি। এগুলোর যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন পার্থ পাল। গানগুলো হলো- ‘মোরে বারে বারে ফিরালে’, ‘চরণ ধ্বনি শুনিতব’, ‌‘প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন’, ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণ’, ‘হৃদয় বাসনা পূর্ণ হলো আজি মম পূর্ণ হলো’, ‌‘আমার মন’, ‌‘বাজে বাজে রম্য বীণা বাজে’ ও ‌‌‘খেলার সাথি’।
‘কত মধুসমীরে’ জয়িতার চতুর্থ একক অ্যালবাম। এটি ২০১৬ সালে বাজারে আসে। এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল