X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিনারের সূত্র ধরে নাটকে অগ্নিলা-সায়েম!

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৬:৪৮আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৩৫

মিনারের গানের সূত্র ধরে নাটকে অগ্নিলা-সায়েম এমনিতেই তার কাজের সংখ্যা হাতেগোনা। সেগুলোও করেন বেছে বেছে। তার ওপর তিনি থাকেন দূর কানাডায়। বছরে এক-দু’বার ঢাকায় আসেন অল্প সময়ের জন্য। অগ্নিলা ইকবালের সময়টা এভাবেই যেন ভাগ করা।

এবার এভাবেই তিনি কাজ করলেন নাটককেন্দ্রিক একটি মিউজিক ভিডিওতে। যে নাটকের সূত্রধর মিনার ও তার গান।
সদ্য প্রকাশিত মিনারের গান ‘দেয়ালে দেয়ালে’র ভিডিওতে দেখা যাচ্ছে অগ্নিলাকে। তার সঙ্গে আছেন সায়েম। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ হয়েছে ২ মে।
তবে মজার বিষয় হলো, এ গান থেকেই নির্মাণ হয়েছে ঈদের একটি নাটক। এর নাম ‘তোমার আমার প্রেম’।
মিনার বলেন, ‘‘গত ঈদে প্রকাশ হয়েছিল আমার ইপি অ্যালবাম ‘দেয়ালে দেয়ালে’। তার শিরোনাম গান হলো এটি। রবিউল ইসলাম জীবনের কথায় এর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এ গানের ভিডিওই মূলত প্রকাশিত হয়েছে এখন। আর এটি দিয়ে হচ্ছে একটি ঈদের নাটক। ভিডিওতে আমি নেই, তবে কাজটি ভালোই হয়েছে।’’
এদিকে জানা যায়, গত মার্চের প্রথম সপ্তাহে কাজ হয়েছে ‘তোমার আমার প্রেম’ নাটকটির। ভিডিওটির শিল্পীদের মতো এর পরিচালকও একই, মিজানুর রহমান আরিয়ান। নির্মাতা জানান, মিনারের গানটিসহ নাটকটি প্রচার হবে রোজার ঈদের বিশেষ নাটক হিসেবে যে কোনও বেসরকারি টিভি চ্যানেলে।
অগ্নিলা জানান, ‘তোমার আমার প্রেম’ ‌কিংবা ‌‘দেয়ালে দেয়ালে’র পর আপাতত অভিনয়ে-মডেলিংয়ে থাকছেন না। এরমধ্যেই তিনি লম্বা বিরতিতে গেছেন। তবে এমন রহস্যময় বিরতি নিয়ে তিনি কিছুই জানান নি।

/এমআই/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!