X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র শিল্পীদের সভাপতি মিশা, সম্পাদক জায়েদ

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০১৭, ০৯:৪১আপডেট : ০৬ মে ২০১৭, ১৫:৫৩

শনিবার সকালে বিজয়ের ভি-চিহ্ণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ খানের প্যানেল জয়ী হয়েছে। ২৫৯ ভোট পেয়ে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। আর ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

শুক্রবার ভোটকেন্দ্রের ছবি অন্যদিকে সহসভাপতির দুটি পদে জিতেছেন নায়ক রিয়াজ (৩২৮) ও নাদির খান (২৬৫), সহ সাধারণ সম্পাদক হয়েছেন আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইমন (২৬২), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির হোসেন (১৯০), কোষাধ্যক্ষ কমল (২৪২) এবং দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৯৫)।

শুক্রবার ভোটকেন্দ্রের ছবি এদিকে কার্যকরী পরিষদের ১১টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি পেয়েছেন ৩৬১ ভোট। আরও জয়ী হয়েছেন অঞ্জনা সুলতানা (৩২২), আলীরাজ (৩০৩), জেসমিন (৩২৬), নাসরিন (২৬৮), পপি (৩০২), ফেরদৌস (২৬১), পূর্ণিমা (২৮২), মৌসুমী (৩৪৯), রোজিনা (৩৪৪) এবং সুশান্ত (৩৪২)।

নায়করাজ না এলেও ভোট দিতে এসেছিলেন কবরী নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর তথ্যগুলো নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে বেশ উৎসবমুখর পরিবেশে বিকাল ৬টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাঝে তিন বিজয়ী ২১টি পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থী পাঞ্জা লড়ছেন এবার।

২০১৭-১৮ সালে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনি লড়াইয়ে ছিলেন ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। মোট ভোটার ছিলেন ৬২৪ জন আর ভোট দিয়েছেন ৫৫৮ জন। এরমধ্যে সানী-অমিতের প্যানেল থেকে ২০ জন, মিশা-জায়েদ খানের প্যানেল থেকে ২১ জন, ড্যানি-কোবরার প্যানেল থেকে ১৪ জন ও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন ২ জন প্রার্থী।

পপি, ইমন, রোজিনা, মিশা ও সাইমন- শুক্রবার ভোটকেন্দ্রের ছবি /এম/এসটি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!