X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতে জাস্টিন বিবার ৫ দিনে যা করবেন

জনি হক
০৭ মে ২০১৭, ১৪:০৬আপডেট : ০৭ মে ২০১৭, ১৫:০৮

জাস্টিন বিবার পপ সেনসেশন জাস্টিন বিবারের বহুল প্রতীক্ষিত ও আলোচিত পাঁচ দিনের ভারত সফর শুরু হচ্ছে রবিবার (৭ মে) থেকে। এদিন সন্ধ্যা নাগাদ দুবাই থেকে মুম্বাইয়ে এসে পৌঁছাবেন তিনি। ২৩ বছর বয়সী এই কানাডিয়ান গায়ক ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ১০ মে মুম্বাইয়ে আয়োজিত কনসার্টের তিন দিন আগেই চলে আসছেন। শুধু গান-বাজনা নয়; খানাপিনা, ঘুরে বেড়ানো, পার্টিতেও থাকছে তার অংশগ্রহণ। ইতোমধ্যে সব পরিকল্পনা করে ফেলেছেন তিনি। গ্র্যামিজয়ী এই তারকা ভারতে পাঁচদিন যা করবেন, চলুন দেখা যাক সেই রুটিন।
জাস্টিন বিবার প্রথম দিন
ভারতে সংগীত সফরের প্রথম দিন খানাপিনা করেই কাটবে জাস্টিন বিবারের। এমনিতে প্রকাশ্যে ভারতীয় খাবারের প্রতি নিজের ভালোলাগার কথা জানান তিনি। তাই ভারতের সব রাজ্যের প্রসিদ্ধ খাবার পরিবেশন করা হবে তাকে। ঐতিহ্যবাহী সোনালি ও রূপালি সুদৃশ্য থালা-বাসনে সাজানো হবে এগুলো। এ কাজে নিয়োজিত থাকবে রাজস্থান থেকে নিয়ে আসা খানসামারা। ভোজনের সময় চলবে বংশীবাদক ও সারেঙ্গি বাদকদের পরিবেশনা।
দ্বিতীয় দিন
এদিন মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন জাস্টিন বিবার। এর মধ্যে অন্যতম ইতিহাস-ঐতিহ্যময় স্থান গেটওয়ে অব ইন্ডিয়া, কালা ঘোড়া, মনি ভবন অন্যতম। বেড়ানো শেষে তিনি ডুবে যাবেন বিলাসী আয়ুর্বেদিক স্পা সেশনে। কারণ ম্যাসাজের প্রতি তার আলাদা ভালোলাগা আছে। এদিন সুবিধাবঞ্চিতদের একটি আশ্রমেও যাওয়ার কথা রয়েছে বিবারের। এছাড়া শীর্ষ শিল্পপতি ও বলিউড তারকাদের আয়োজনে একটি পার্টিতে অংশ নিতে পারেন তিনি।
জাস্টিন বিবার তৃতীয় দিন
এদিন মুম্বাইয়ে মেগা কনসার্টে সংগীত পরিবেশন করবেন জাস্টিন বিবার। গান-বাজনা শেষে সাগরে ভেসে থাকা একটি প্রমোদতরীতে ঘরোয়া পার্টিতে যোগ দেবেন। থাকবে লাইভ কারাওকে গান।
চতুর্থ ও পঞ্চম দিন
এ দুই দিন নয়াদিল্লি ও জয়পুরে বেড়াবেন বিবার। এছাড়া তাজমহল তো ঘুরে দেখবেনই।


সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/এমএম/
সম্পর্কিত সংবাদ:
মুম্বাই সফরের জন্য জাস্টিন বিবারের ‘অবিশ্বাস্য’ ফর্দ!
জাস্টিন বিবারের নিরাপত্তায় সালমানের দেহরক্ষী

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা