X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সে রাতে শাকিবের প্রাণ বাঁচিয়েছিলেন এক ভক্ত, অভিযুক্ত জায়েদ-সাইমন!

বিনোদন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১২:৫৪আপডেট : ১০ মে ২০১৭, ১২:৫১

বাঁ থেকে শাকিব, জায়েদ ও সায়মন
৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইনের দারস্থ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শাকিব খান।
সোমবার (৮ মে) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনি সাধারণ ডায়রি করেন। লিখিত অভিযোগপত্রে তিনি জানান, সেদিন গভীর রাতে তার প্রাণ হুমকির মধ্যে পড়ে গিয়েছিল। দুষ্কৃতিকারী ছুরির হামলা থেকে এক ভক্ত তাকে বাঁচিয়েছেন। শাকিব সে রাতের সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলেছেন চলচ্চিত্রের দুই নায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের বিরুদ্ধে। অভিযোগপত্রে তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি।
লিখিত অভিযোগে শাকিব বলেন, ‌আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে দায়িত্বরত আছি। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়। ৫ মে দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে (৬ মে) বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার এখতিয়ারভুক্ত বিধায় আমি বিএফডিসিতে আসি। দেখি যে, চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল গেঞ্জি পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসীসহ চাপাতি হাতে কয়েকজন অবস্থান করছে।

এই সব বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে এত রাতে কীভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে জানতে চাইলে ওইখানে উপস্থিত সাইফ খান কালু (নৃত্য পরিচালক), সাইমন সাদিক (নায়ক) জিয়া (অভিনেতা) ফাইটার শামীমসহ অজ্ঞাতনামা অনেক লোকজন আমার ওপর হামলা করতে আসে। আমাকে ছোরা দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমার এক ভক্ত আমাকে রক্ষা করতে গেলে আক্রমণকারীর ছুরির আঘাতে তার হাত কেটে যায়। আমি নিজের প্রাণ রক্ষার্থে পুলিশ, আমার ব্যক্তিগত দেহরক্ষী, কিছু কলাকুশলীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

অভিযোগে শাকিব আরো বলেন, তখন উক্ত সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ‘ধর ধর’ বলে ধাওয়া দেয়। বর্তমানে বিভিন্ন মারফত হতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তা ঘাটে মেরে ফেলবে। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগিছি এবং এই সমস্ত কর্মকাণ্ডের পরিকল্পনাকারী অভিনেতা জায়েদ খানসহ আরও অনেকেই জড়িত বলে আমার বিশ্বাস।
শাকিবের অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জায়েদ খানের নির্দেশে চার ব্যক্তি তার (শাকিব) উপর হামলা করেছে। আমরা অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছি। এসআই হাবিবুল্লাহ বাহারকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে দেখবেন।'

/এম-এআরআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া