X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
৩ পেরিয়ে বাংলা ট্রিবিউন

বিচারকের মুখে শুনেছিলাম শুধু বাংলাদেশের নাম

পিয়া জান্নাতুল
১৩ মে ২০১৭, ১০:৪১আপডেট : ১৩ মে ২০১৭, ১২:৪৬

পিয়া জান্নাতুল ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ২০১৩’ প্রতিযোগিতা শুরু। আমাকে এক শ্বেত বর্ণের রূপসী এসে জিজ্ঞেস করলেন, ‘এই তুমি কোন দেশের?’ প্রত্যুত্তর অবশ্যই দেওয়া উচিত। তাই বললাম, বাংলাদেশ।

পিয়া জান্নাতুল কিন্তু এর পরই মনে হলো বেচারা নিজেকে গুটিয়ে নিলেন। তার অভিব্যক্তিতে মনে হলো, একজন বাংলাদেশিকে এমন মঞ্চে তিনি মেনে নিতে পারছেন না। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে পশ্চিমা বিশ্বের এমন প্রাধান্য থাকে। তাই তার এমন নাক উঁচু অভিব্যক্তি নতুন কিছু মনে হয়নি সেদিন। উল্টো প্রতিযোগিতার জন্য প্রতি মুহূর্তে নিজেকে প্রস্তুত করছিলাম।
তবে একেবারে যে চূড়ান্ত পর্বে সেরাদের লড়াইয়ে পৌঁছে যাবো সেটা ভাবিনি। এর মধ্যে এলো গ্র্যান্ডফিনালেতে বিজয়ীর নাম ঘোষণার পালা। আমি ধরেই নিলাম, আমি সেরা তিনে যাবো না। এমন ভাবনার মাঝখানে একজন প্রতিযোগীর নামও ঘোষণা করা হলো। নামটা খেয়াল করিনি তবে সেই প্রতিযোগীর নামের পর বলছেন- ফ্রম বাংলাদেশ!
হ্যাঁ, বাংলাদেশ! পাশ থেকে একজন বললেন, পিয়া তোমাকেই ডাকছে! আমি এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে, নিজের নামটাও শুনিনি তখন।
এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি।
বিজয়ীর মুকুট পরার পর কিন্তু শ্বেত বর্ণের আগের অনেকেই আমাকে আলাদাভাবে মূল্যায়ন করেছে। তাই অন্যরা কী বললো, সেটা না ভেবে নিজেকে প্রস্তুত করতে হবে।
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বিষয়টি অবতারণার কারণ হলো, যারা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে চান, তাদের আরও ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলোতে খোঁজখবর রাখা জরুরি।
অনলাইন সংবাদমাধ্যম হিসেবে বাংলা ট্রিবিউন এ বিষয়গুলো নিয়ে আরও বেশি কাজ করবে, সে দাবি রাখি। পিয়া

লেখক : মডেল/অভিনেত্রী

অনুলিখন : ওয়ালিউল মুক্তা

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!