X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ওম শান্তি ওম’ থেকে জাপানে নাটক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০১৭, ১০:০৪আপডেট : ১৫ মে ২০১৭, ১০:০৪

শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ব্যবসাসফল এই ছবিটি নিয়ে এবার জাপানে একটি নাটক তৈরি হচ্ছে। ‘ওমু শান্তি ওমু-কইসুরু রিনি’ নামে এই মিউজিকাল টিভি ড্রামাটি খুব শিগগিরই দেখা যাবে।

ওম শান্তি ওম ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ছবিটি জাপানে মুক্তি পায় ২০১২ সালে। এখনও কয়েকটি সিনেমা হলে চলছে ফারাহ খান পরিচালিত ছবিটি। সেই জনপ্রিয়তা ধরেই একে নাটকে রূপ দেওয়ার চেষ্টা করেছেন নাট্যকার কোয়ানকি নাউকো। এতে শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করছেন কুরেনাই ইউজুরো ও দীপিকার চরিত্রে কিসাকা আইরি। অর্জুন রামপালের ভূমিকায় থাকছেন রি মাতোকো।

এর আগে জানুয়ারিতে টোকিও ইন্টারন্যাশনাল ফোরামে একবার মঞ্চায়িত হয়েছিল নাটকটি। সামনের জুলাইয়ে দেখা যাবে দ্বিতীয় মঞ্চায়ন। এমন সংবাদে খুবই রোমাঞ্চিত ফারাহ খান। জুলাইয়ে নাটকটি দেখার জন্য জাপান যাচ্ছেন তিনি। সেসময় দর্শকদের সঙ্গেও কথা বলার ইচ্ছে আছে বলে জানিয়েছেন এই কোরিওগ্রাফার ও পরিচালক।

তিনি জানান, সিনেমার চিত্রনাট্যটি দেখতে উন্মুখ হয়ে আছেন।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া