X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

২১ বছর পর ফিরে আসা স্ত্রী

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৮ মে ২০১৭, ০০:৩২আপডেট : ১৮ মে ২০১৭, ০০:৩৯

কানের সংবাদ সম্মেলন ধরুন আপনি একজন নির্মাতা। প্রেমিকার সান্নিধ্যের মাঝে নতুন ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে আচমকা হাজির হয়ে গেলেন ২১ বছর আগে লাপাত্তা হয়ে যাওয়া আপনার স্ত্রী! কেমন হবে চিত্রটা?

সেটাই তুলে ধরা হয়েছে আহনু দেপলেশা পরিচালিত “ইসমায়েল’স ঘোস্টস” ছবিতে। বুধবার (১৭ মে) সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে হয়েছে এর পয়লা প্রদর্শনী।










ছবিটির উল্লেখযোগ্য দিক ফরাসি দুই জনপ্রিয় অভিনেত্রী মারিয়ন কঁতিয়া ও শাহলত গেইন্সবুর্গ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন। ইসমায়েলের লাপাত্তা স্ত্রী কার্লোট চরিত্রে মারিয়ন আর বর্তমান প্রেমিকা সিলভিয়ার ভূমিকায় দেখা গেছে গেইন্সবুর্গকে।


কানের লাল গালিচায় মারিয়ন কঁতিয়া দুপুর সাড়ে ১২টায় পরিচালকের সঙ্গে পালে দো ফেস্তিভাল ভবনের সংবাদ সম্মেলন কক্ষে হাজির দুই অভিনেত্রী। ৭০তম আসরের প্রথম সংবাদ সম্মেলনে তাদের “ইসমায়েল’স গোস্টস” বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের উষ্ণ সাধুবাদ পেয়েছে। পরিচালক আর দুই অভিনেত্রী ছাড়াও সাংবাদিকদের মুখোমুখি আরও ছিলেন ছবিটির দুই অভিনেতা ম্যাথু আমারিক ও লুই গ্যারেল।
সবাইকে ছাপিয়ে মধ্যমণি হয়ে রইলেন মারিয়ন কঁতিয়া। ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে গত দু'বারও পাওয়া গেছে সংবাদ সম্মেলনে। বরাবরের মতোই ফরাসি সৌরভ ছড়িয়ে গেলো তার সুবাদে। নতুন ছবিটিতে তার অভিনয় আর আবেদন দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।
“ইসমায়েল’স গোস্টস”-এর একটি দৃশ্য “ইসমায়েল’স গোস্টস”কে বলা যায় ফ্রেমের মধ্য দিয়ে আহনু দেপলেশার অতীতে ফেরা। তার ছবি কানে এ নিয়ে সাতবার স্থান পেলো। গত বছর তিনি ছিলেন প্রতিযোগিতা বিভাগের বিচারকদের একজন।
নতুন ছবি নিয়ে ৫৬ বছর বয়সী দেপলেশা সাংবাদিকদের বলেছেন, ‘এ ছবি ইসমায়েল ও তার চলচ্চিত্রের নায়ক ইভানের প্রতিকৃতি। মৃত্যু থেকে ফিরে আসা এক নারীর গল্পও বলতে পারেন এটাকে। আরেক হিসেবে এটি গোয়েন্দাধর্মী ছবি। একের ভেতর পাঁচটি ছবি আর কি! ইসমায়েলের নিজের ওপর নিয়ন্ত্রণ নেই। তাকে ঘিরে গল্পটাও বলতে পারেন নিয়ন্ত্রণহীন।’
কান মঞ্চে টিম-“ইসমায়েল’স গোস্টস” /জেএইচ/এমএম/

 

সম্পর্কিত
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
এবারের কান উৎসবে নির্বাচিত হলো যেসব চলচ্চিত্র
এবারের কান উৎসবে নির্বাচিত হলো যেসব চলচ্চিত্র
কান উৎসবের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর ভারতীয় চলচ্চিত্র
কান উৎসবের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর ভারতীয় চলচ্চিত্র
ফরাসি বন্ডকন্যার নতুন ছবিতে পর্দা উঠবে কান উৎসবের
ফরাসি বন্ডকন্যার নতুন ছবিতে পর্দা উঠবে কান উৎসবের
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...