X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গানে ফিরে এলো হিমু-রূপা-মাজেদা খালা

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৫:২৩আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:১৬

রাশীদ খান ও তার বন্ধুরা কিংবদন্তি হুমায়ূন আহমেদের শূন্যতা নিয়ে অনেক হয়েছে। হচ্ছে এবং হবেও। বিশেষ করে তার সৃষ্ট হিমুকে নিয়ে পাঠকদের আবেগ এখনও উছলে উঠে কথায় কথায়। তবে এবার যেটি হয়েছে গানে গানে- সেটি খুব একটা চোখে পড়েনি কিংবা কানে বাজেনি অতীতে।

১৭ মে সেই গানটি প্রকাশ পেয়েছে ইউটিউবে। নাম ‌‘হিমু হতে চায়’। রাশীদ খানের কথা-সুর-কণ্ঠের এই গানটি শুনলে কিংবা ভিডিওটি দেখলে হিমু ভক্তরা নিশ্চিত ডুবে যাবেন হুমায়ূন আহমেদের বিভিন্ন উপন্যাসের দৃশ্যকল্পে। যে গানে হিমুর পাশাপাশি উঠে এসেছে রূপা, নীল পদ্ম, নিঃসঙ্গ কুকুর এমনকি মাজেদা খালার নামও। এসেছে ‘ময়ূরাক্ষী’, ‘দরজার ওপাশে’সহ  হিমুকেন্দ্রিক বেশ ক’টি উপন্যাসের নাম। শিল্পীর কণ্ঠে ফুটেছে হিমুকে নিয়ে হুমায়ূন আহমেদের আর না লেখার দুঃখবোধটুকুও।

এ শহরে অনেকে হিমু খুঁজে পায়/ হলুদ রং খোঁজে কেউ খালি পায়/ এ শহর এখনও হিমু হতে চায়/ রূপার মতো অনেকেই প্রেমিকা হয়ে যায়... এমন কথার গানটির প্রসঙ্গিক ভিডিও তৈরি করেছেন শিল্পী ও তার সংগীত বন্ধুরা মিলে। মিছিল সাহার ক্যামেরায় ভিডিওটিতে রাশীদ খানের সঙ্গে অংশ নিয়েছেন তিন গিটারবাদক শেখ সালেকীন, রিয়াদ হাসান ও আশফাক আহমেদ তুর্জ। এতে একটি কুকুরের উপস্থিতিও ছিল ভালোলাগার মতো। আর ভিডিওটির শেষে হুমায়ূন আহমেদের ছবি দিয়ে লেখা ভাসে- উই মিস ইউ... উই মিস হিমু।    
ভিডিওর একটি দৃশ্যে কণ্ঠশিল্পী রাশীদ খান ও মডেল কুকুর গানটি প্রসঙ্গে রাশীদ খান বলেন, ‘আমি শখের গায়েন। মনের খোরাকের জন্য গাই। মনের কথাটাই লিখি। এই গানটিও লিখেছি কোনও এক সন্ধায় বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে। যে আড্ডার প্রসঙ্গ ছিল, হুমায়ূন আহমেদের প্রস্থান এবং হিমুর নতুন উপন্যাস না পায়ার বেদনা। গানটি রেকর্ডিং শেষে নিজেরাই ভিডিওটি নির্মাণ করলাম। প্রকাশ করলাম নিজের ইউটিউব চ্যানেলে। আমাদের এই প্রয়াস অন্যদের মনে দাগ কাটলে- সেটাই আমাদের সর্বোচ্চ স্বার্থকতা।’


/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!