X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কান-বিকেলের সোনালি আলোয় অ্যাশ

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২০ মে ২০১৭, ০৩:১৪আপডেট : ২০ মে ২০১৭, ১৩:৩৪

কান-বিকেলের সোনালি আলোয় অ্যাশ কখনও কখনও রূপও নির্বাক করে দেয়। দৃষ্টি তখন থাকে অপলক। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে শুক্রবার (১৯ মে) কান-বিকেলের সোনালি আলোয় দেখে মনে হলো, রূপকথার পরীরাও যেন হার মানে! ডিজনির প্রিন্সেসরা সাবেক এই বিশ্বসুন্দরীকে দেখলে হিংসায় মরে যেতো নির্ঘাত! তার সৌন্দর্যের আলোয় পৃথিবীতেই যেন খুলে যায় স্বর্গের দুয়ার!

কান-বিকেলের সোনালি আলোয় অ্যাশ কানের লালগালিচায় হাতের কারুকাজ করা নীল পাউডার রঙের বলগাউন পরে হাজির হন অ্যাশ। পোশাকটি মাইকেল সিঙ্কো ব্র্যান্ডের। এবারের উৎসবের লালগালিচায় এটাই তার প্রথম উপস্থিতি।

এ নিয়ে ১৬ বার কানে দেখা গেলো তাকে। এ যাত্রায়ও সৌন্দর্য প্রসাধনী পণ্য লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে এসেছেন তিনি। লালগালিচায় পায়চারির মাঝে এক হাত ঠোঁটের কাছে এনে ভালোবাসা উড়িয়ে দিলেন ৪৩ বছর বয়সী এই চিরযৌবনা।
কান-বিকেলের সোনালি আলোয় অ্যাশ নীল পোশাকটি শরীরে জড়ানোর আগে শুক্রবার আরও দুটি গাউন পরেন ঐশ্বরিয়া। শুরুতে রঙিন ফুলের ছাপ জুড়ানো সবুজ পোশাকে সেজেছিলেন তিনি। কানসৈকতে এসে আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে সূর্যস্নানও করে নিয়েছেন।
আরেকটি হলো ফুলের নকশা করা ক্রিম রঙের ছড়ানো গাউন। তখন লরিয়াল প্যারিসের আরেক শুভেচ্ছাদূত মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
কান-বিকেলের সোনালি আলোয় অ্যাশ এ বছর ঐশ্বরিয়ার জন্য কান স্পেশাল। কারণ ২০০২ সালের ছবি ‘দেবদাস’ ১৫ বছর পর আবার উপস্থাপন করছেন তিনি। মুক্তির সময় শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বানসালির সঙ্গে সাগরপাড়ের শহরটিতে এসেছিলেন অ্যাশ। এবার অবশ্য তার সঙ্গে আছে পাঁচ বছরের মেয়ে আরাধ্য বচ্চন।

কানের পথে পথে... কান-সৈকতে একান্তে...

/জেএইচ/এমএম/

 

 

সম্পর্কিত
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!