X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ‘উইন্ড অব চেঞ্জ’

বিনোদন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৪:০৮আপডেট : ২০ মে ২০১৭, ১৬:৩৪

গাইছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী আলো ঝলমলে মঞ্চ। বর্ণিল আলোকচ্ছটায় রকমারি যন্ত্রানুষঙ্গে সুরের মায়াজাল। সংগীতের দোলাচলে মন্ত্রমুগ্ধ সবাই। মগ্ন হয়ে বাজাচ্ছেন বিভিন্ন দেশের খ্যাতিমান যন্ত্রশিল্পীরা। কেউ পিয়ানো, কেউ গিটার, কেউবা চেলো, ড্রামস অথবা সেক্সোফোন।

একের সঙ্গে অন্যের যন্ত্রানুষঙ্গের কম্বিনেশনে অসাধারণ বোঝাপড়া। একই সঙ্গে দরাজ গলায় গেয়ে উঠলেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। যাকে সচরাচর মঞ্চে পাওয়া যায় না। তাল-লয়ের ওঠা নামা, কণ্ঠের কারুকার্যে সে এক অপার্থিব সুর-ঝর্ণা যেন বয়ে চললো বিরামহীন। তাপসের নতুন সংগীতায়োজনে তিনি গাইলেন সেই পুরনো গান, ‘জীবনানন্দ হয়ে সংসারী আজও আমি...’। তখন, বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে নেমে আসে যেন পিনপতন নীরবতা।
লাটভিয়ার পিয়ানোশিল্পী এনাভাইভ এভাবেই দেশের আরও অনেক অন্যতম প্রবীণ-নবীণ শিল্পীকে নিয়ে নতুন আবগের গানের কাজ হলো ২৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত। উদ্দেশ্য গানবাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ সিজন-১’ এর লাইভ রেকর্ডিং ও চিত্রধারন।
যাতে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী গেয়েছেন দু’টি গান। এছাড়াও এবারের আয়োজনে অংশ নিয়েছেন বারী সিদ্দিকী, জানে আলম, ফকির আলমগীর, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, চিশতি বাউল, কুদ্দুস বয়াতি, কালামিয়া, শাহ আলম সরকার, অদিতী মহসিন, বাপ্পা মজুমদার, পথিক নবী, অদিত রহমান, ইমরান, হৃদয় খান, বেলাল খান, প্রতীক হাসান, ঐশী, লুইপা, শামীম হাসান, ব্যান্ড চিরকুট ও কৌশিক হোসেন তাপস।
অনুষ্ঠানটির পরিচালক কৌশিক হোসেন তাপস যখন মঞ্চে দুটি প্রি সিজন (প্রস্তুতি পর্ব) পেরিয়ে বিদেশি যন্ত্রীদের সঙ্গে দেশীয় শিল্পীদের নিয়ে এমটিভি-কোক স্টুডিওর আদলে তৈরি এ আয়োজনটি শুরু থেকেই প্রশংসা কুড়িয়ে চলছে। জানা গেছে, আগামী ঈদুল ফিতর-এর অনুষ্ঠানমালায় প্রথম পর্ব ও ঈদুল আজহার অনুষ্ঠান মালায় দ্বিতীয় পর্ব প্রচার করবে গানবাংলা টেলিভিশন।
দেশীয় শিল্পীদের সঙ্গে এতে বরাবরের মতো এবারও অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের চেলো বাদক আটইউম মেনিকিয়ান, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনাভাইভ, যুক্তরাষ্ট্রের ড্রামার টনি পার্কার, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, একই দেশের ভায়োলিন বাদক এনারাকিতা, ড্রামার নেলিবুভুজাংকাও, বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, সেতারবাদক ভারতের পূর্বায়ন চ্যাটার্জি ও গিটারিস্ট সঞ্জয় দাস, এস্রাজবাদক আরশাদ খানসহ অনেকেই।
তরুণ প্রজন্মের মধ্যে শামীম হাসানের পরিবেশনা ছিল অন্যতম ‘ওয়ান মোর জিরো গ্রুপ উইন্ড অব চেঞ্জ- সিজন ১’-এর পরিচালক গানবাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক, সুরকার-কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপস। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেছেন, ‘আগের দুটি প্রি-সিজনকে নিয়েছিলাম প্রস্তুতিপর্ব হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশের যন্ত্রশিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছি। সবাই আমাদের কাজগুলো দেখেছেন। এখন বেশ আগ্রহ নিয়ে আমাদের এখানে আসছেন। বাংলাদেশের গানগুলোকে শ্রোতাদের সামনে নতুন করে, নতুন আঙ্গিকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি আন্তর্জাতিক প্লাটফর্মে বাংলা গানকে সম্মানজনক উচ্চতায় তুলে ধরাও আমাদের অন্যতম লক্ষ্য।’
তাপস জানান, গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ও ‘উইন্ড অব চেঞ্জ’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর ফারজানা মুন্নী।
নিয়াজ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে সংগীতায়োজকরা ও অনুষ্ঠান পরিচালক তাপস /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!