behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

কানসৈকতে অপর্ণা সেনের সঙ্গে

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে২০:০০, মে ২০, ২০১৭

কানসৈকতে অপর্ণা সেনসাগরপাড়ের রেস্তোরাঁ প্লাজ রয়েলে যেতেই ‘রানীকুঠির বাকি ইতিহাস’ ও ‘আকাশ কত দূরে’র পরিচালক সামিয়া জামান জানিয়ে রাখলেন, ভারতের অপর্ণা সেন আসতে পারেন। খবরটা জেনে মনে আনন্দ খেলে গেল। সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ আর ঋতুপর্ণ ঘোষের ‘ঊনিশে এপ্রিল’ ছবিতে অপর্ণার দৃশ্যগুলো চোখে ভাসে উঠলো।
শুক্রবার (১৯ মে) বিকালে ‘ঢাকা টু কান: অ্যা সেলিব্রেশন অব ট্যালেন্ট’ শীর্ষক পার্টিতে অংশ নিতে সত্যি সত্যিই এলেন অপর্ণা সেন। এগিয়ে গেলাম তার কাছে। বয়সের কোঠা পেরিয়েছে সত্তরের ঘর (৭২ বছর)। কিন্তু সামনাসামনি দেখে বোঝাই গেলো না। বাংলাদেশ থেকে এসেছি জানাতেই হাসলেন মিষ্টি করে।
এই বাঙালি অভিনেত্রী ও পরিচালক বললেন, ‘খুব ভালো লাগছে এখানে এসে। তোমাদেরকে দেখে ভালো লাগাটা বেড়ে গেলো।’
বাবা-মা ও পরিবারের সঙ্গে কলকাতায় চলে না গেলে অপর্ণা সেন বাংলাদেশিই থাকতেন। তার জন্ম যে পূর্ব বাংলাতেই! শৈশবের অনেকটা কেটেছে ঢাকার হাজারীবাগে। বাংলাদেশের প্রতি টান যে এখনও আছে, ‘ঢাকা টু কান’ কার্যক্রমে অংশ নিতে এসে জানালেন সেটাই।
এক ফাঁকে তিনি বললেন, ‘বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’
বিদায়ের আগে দুই বাংলা ও সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এজন্য ২১ মে  ভারতীয় প্যাভিলিয়নে যাওয়ার আমন্ত্রণ জানালেন হাসিমুখে।  
/জেএইচ/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ