X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাচে-গানে ‘তারকা কথন’

বিনোদন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৩:৩৫আপডেট : ২২ মে ২০১৭, ১৫:৫২

unnamed (2) ‌‘দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে' দিনাত জাহান মুন্নির কণ্ঠে যখন গানটি পরিবেশন চলছে তখনই মঞ্চে আসেন সংগীতশিল্পী আবিদা সুলতানার। তিনিও কণ্ঠ মেলান।
এসময় এতে যোগ দেন চিত্রনায়িকা অঞ্জনা। তবে গলা মিলিয়ে নয়, নাচের মূদ্রা দিয়ে। গানটির সঙ্গে অন্যদিকে চলছিল দিলারা জামান, আতাউর রহমান, কেরামত মাওলার ও তুষার খানের উচ্ছ্বাস। উপস্থিত তারকারা তখন মুগ্ধ হয়েছে তাদের উৎসাহ দিতে থাকেন। ঠিক এভাবেই চ্যানেল আইয়ের প্রতিদিন সরাসরি প্রচারিত ‘তারকা কথন’ অনুষ্ঠানের ১৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুটা হয়।
অনন্যা রূমার পরিচালনায় ১৪ বছর যাবত একটানা প্রচারিত হচ্ছে এ অনুষ্ঠানটি। এ উপলক্ষে ২১ মে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানটি সম্পর্কে তারকাদের স্মৃতিচারণ শেষে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের শুভেচ্ছা বক্তব্য রাখেন। কেক কেটে মুহূর্তটি উদযাপনও করেন তিনি।
এদিন টেলিফোনে সরাসরি দর্শকদের সঙ্গে তারকাদের আড্ডার এ অনুষ্ঠানটি প্রচার করেছে ৬,৭১৪ পর্ব। অনুষ্ঠান সম্পর্কে তারকাদের স্মৃতিচারণের পাশাপাশি সংগীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম, মেহরীন, দিঠি আনোয়ার, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ।
তারকা কথন’র বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন- সংগীতজ্ঞ আজাদ রহমান, প্রবীন সাংবাদিক কামাল লোহানী, কবি আসাদ চৌধুরী, চলচ্চিত্রকার আমজাদ হোসেন ও মতির রহমান, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, সংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কবি মুহাম্মদ সামাদ, চিত্রশিল্পী আবদুল মান্নান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান, সাংবাদিক দেওয়ান হাবিবুর রহমান, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, ফকির আলমগীর, স্বাধীন বাংলা বেতারের শিল্পী লীনু বিল্লাহ, শাহীন সামাদ, রফিকুল আলম, হায়দার হোসেন, মেহরীন, অবসকিওর ব্যান্ডে সাইদ হাসান টিপু, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, শাহনাজ বেলী, ইবরার টিপু, দিঠি আনোয়ার, তানভীর আলম সজীব, পিন্টু ঘোষ, গীতিকার কবির বকুল, রবিউল ইসলাম জীবন, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন, মিউজিক ডিরেক্টর ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, অভিনেতা আজিজুল হাকিম, শহীদুল আলম সাচ্চু, মাজনুন মিজান, জাহিদ হাসান শোভন, রুনা খান, আহসানুল হক মিনু, সোহেল আরমান, দীপা খন্দকার, তমালিকা কর্মকার, শাহেদ, শাহনাজ খুশী, রোকেয়র প্রাচী, মাহবুবা রেজানুর, কিসলু, নাট্যকার জিনাত হাকিম, বৃন্দাবন দাস, উপস্থাপক আবদুন নূর তুষার, নিমা রহমান, রিপন খান, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক ইমন সাহা, সায়মন, নবাগত চিত্রনায়িকা হিমি, লাক্স সুন্দরী চৈতি, শানু, বাঁধন, সামিয়া, ভিট মডেল হাসিন, সেরাকণ্ঠ পুষ্পিতা, বাংলার গান শারমিন, অঙ্কনসহ অনেকে। কেক কেটে উদযাপন
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!