X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশে রকসংগীত: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৮:০৫আপডেট : ২৪ মে ২০১৭, ১৮:১৫

বাংলাদেশের রকসংগীত খুবই সম্ভাবনাময় একটা ধারা। এই ধারাটিকে সঠিক পরিচর্যার মাধ্যমে  বিশ্ববাসীর কাছে তুলে ধরার ব্যবস্থা  করলে বাংলা রক সংগীত একদিন সারাবিশ্বে সমাদৃত হবে। বাংলা রক গান এখন বাংলা গানের অন্যতম একটি শাখা। আশির দশক থেকে শুরু করে এখনকার তরুণদের ব্যান্ডসংগীত শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।

‘বাংলাদেশে রক সংগীত: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় অতিথিরা ২৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশে রকসংগীত: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় মূল প্রবন্ধে এসব কথা বলেন বাংলা রক গানের অন্যতম নাম ফিডব্যাক ব্যান্ডের গিটারিস্ট লাবু রহমান। ঢাবির টিএসসি সংলগ্ন কারাস ভবনের সেমিনার রুমে এদিন সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়।
ঢাবি ব্যান্ড সোসইটির সভাপতি লালন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারাবীর সঞ্চারনায় মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের শামস মনসুর গনি, ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, পাওয়ারসার্জের  নাহিয়ান ও জামশেদ, তরুণ ব্যান্ডের তরুণ মুন্সী, সিভিয়ার ডিমেইনসিয়া’র রিয়াসাত আজমী, ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা রাজু আহমেদ, ফোর ডি কমিউনিকেশনের আবদুল্লাহ আল ইমরান, ফাহিম হাসান প্রমুখ।
বাংলা রক গানের চলমান দুর্দশা এবং হিন্দি সংস্কৃতির আগ্রাসন প্রসঙ্গ টেনে লাবু রহমান বলেন, ‘এ দেশে ইদানিং বিদেশী ব্যান্ড এসে পারফর্ম না করেই চলে যাচ্ছে যেটা আমাদের জন্য এবং পুরো দেশের জন্য খুবই লজ্জাজনক। অন্যদিকে হিন্দি সংস্কৃতি আস্তে আস্তে আমাদেরকে দখল করে নিচ্ছে। হিন্দি সিরিয়াল/মুভিগুলো এ দেশে হিন্দি গানের শ্রোতা তৈরি করছে। পার্টিতে বিয়েতে সবখানে হিন্দি সংস্কৃতি প্রকাশ পাচ্ছে। এজন্য দেশের নাটক, সিনেমার পরিচালক, পৃষ্ঠপোষক, প্রযোজকদের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া জরুরি।’
ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সরকারের সহযোগিতা যে একেবারেই নেই তা ঠিক নয়। তবে  বাংলা রককে মূলধারার গান হিসবে প্রতিষ্ঠিত করতে সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানাই। স্পন্সর কোম্পানিগুলোকে রক ধাঁচের কনসার্ট আয়োজনে আরও বেশি ভূমিকা রাখা জরুরি।’

পাওয়ারসার্জের সাইমন হাসান নাহিয়ান বলেন, ‘রকসংগীতকে টিকিয়ে রাখতে হলে রক মিউজিশিয়ানদের টিকিয়ে রাখতে হবে। এজন্য দরকার পাইরেসি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির উদ্যেগে আয়োজিত এই মুক্ত আলোচনায়  আরও অংশ নেন ঢাবিসহ ঢাকার বেশ কয়েকটি ব্যান্ডদলের সদস্যরা। এরমধ্যে আন্তঃনগর এক্সপ্রেস, অর্জন, দূর্গ, অসরিক, ওয়ারসাইট এবং ক্র্যাকপ্লাটুন অন্যতম।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান