X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দীঘির জলে হংসের দলে পরী...

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০১৭, ২০:০৮আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:২৬

দীঘির জলে হংসের দলে পরী... আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। আর দীঘিতে নেমে এসেছেন পরী। সেখানে শুভ্র-সফেদ হংসদের সঙ্গে তার নিখাদ সখ্যতা। কখনও জলকেলি, কখনও নিচু স্বরে দু'এক বাক্য চালাচালি। লাল পদ্মময় দুপুরে এ বুঝি পরীর বৃষ্টিবিলাস।

হ্যাঁ, পরী; ঢাকাই চলচ্চিত্রের পরীমনি।
দীঘির জলে হংসের দলে পরী... তাকে এমনভাবে, রূপকথা কিংবা বাংলার ক্যানভাসে কোনও চিত্রশিল্পীর আঁচড়ে পাওয়া গেল, অনবদ্যরূপে।
সিলেট সীমান্ত এলাকার কোনও স্বচ্ছ দীঘিতে-বর্ষা দুপুরে মানুষ পরী এভাবেই পাখা মেলেছিলেন হংসদের দলে। গত সপ্তাহে একটি কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেন তিনি। একটি চাটনির বিজ্ঞাপনে তাকে এভাবেই দেখা যাবে এবার।
দীঘির জলে হংসের দলে পরী... পরী জানালেন, ‌বিজ্ঞাপনের জন্য সারাদিন এভাবেই পুকুরে কাটাতে হয়েছে তাকে। এছাড়া সিলেটের পাহাড়ী এলাকাও থাকছে এতে।
২৫ মে তিনি বিজ্ঞাপনের কাজ শেষে ঢাকায় ফিরেছেন।
দীঘির জলে হংসের দলে পরী... এদিকে পরী অন্য একটি খবর দিলেন। বললেন, ‘ঢাকায় ফিরেনই বিশ্রাম নিচ্ছি। আপাতত কয়েকদিন প্রস্তুতি নেব। মানে একেবারে টানা পাঁচ দিন। ১ জুন থেকে নতুন ছবির শুটিংয়ে অংশ নিচ্ছি। চরিত্রটি ভালোভাবে বুঝতেই এখন চলছে প্রস্তুতি।’
‘বাহাদুরী’ নামের নতুন ছবিতে কাজ করবেন তিনি। এ ছবিতে পরীমনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান, সাইমন, মৌ খান ও মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। প্রযোজনা করছে এস এস মাল্টিমিডিয়া।
দীঘির জলে হংসের দলে পরী... /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার