X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রূপালি পর্দাতেও শচীনের রেকর্ড!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মে ২০১৭, ১৭:০৩আপডেট : ২৮ মে ২০১৭, ১৮:২২

 

শচীন শুক্রবার মুক্তি পেয়েছে শচীন টেন্ডুলকারকে নিয়ে নির্মিত ডকুড্রামা ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’। আর মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমসহ সব জায়গাতেই ঝড় তুলেছে প্রামাণ্যচিত্রটি।

মুক্তির প্রথম দিনই এর আয় ৮ দশমিক ৪০ কোটি রুপি যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে আর কোন প্রামাণ্যচিত্র এত ভালো শুরু করতে পারেনি। শনিবারও এর সাফল্য অব্যাহত ছিলো।

বলিউডের সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটবার্তায় লেখেন, ‘শচীন এ বিলিয়ন ড্রিম ‘ অন্যরকম ধারা দেখালো। শুক্রবার ৮.৪০ কোটি, শনিবার ৯.২০ কোটি। সব মিলে ১৭.৬০ কোটি। ডকু ড্রামার জন্য এটা সত্যিই দুর্দান্ত।

এই প্রামাণ্যচিত্রই ভারতে প্রথম যেখানে শচীন নিজের চরিত্রেই অভিনয় করেছেন। দেড়শ কোটির এ দেশটিতে শচীনকে ‘ক্রিকেট ঈশ্বর’ বলা হয়। কিন্তু ভক্তদের কাছে তিনি আরও বেশি কিছু। এই বিষয়টি পরিচালক জেমস আরস্কিন অন্যভাবে দেখিয়েছেন। শচীন কীভাবে পুরো দেশের একটি আবেগের নাম- তিনি তুলে ধরেন। এই প্রামাণ্যচিত্রে শচীনের প্রতি ভক্তদের ভালোবাসা অনেক বেড়ে গেছে এবং সামাজিক মাধ্যমগুলোতে সেটা স্পষ্ট।

ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সিনেমা হলগুলোতেও স্টেডিয়ামের মতো ‘শচীন শচীন’ জয়ধ্বনি চলছিল। সারাদেশে ২৪০০ সিনেমা হলে মুক্তি পায় প্রামাণ্যচিত্রটি। এটি পরিচালনা ও রচনা করেছেন জেমস আরস্কিন। এর প্রযোজন করেছেন রভি বাগচন্ডকা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…