X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলকাতার সিনেমায় ‘রাজলক্ষ্মী’ জ্যোতি

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৫:৪৯আপডেট : ০১ জুন ২০১৭, ১৯:৫৪

কলকাতার সিনেমায় ‘রাজলক্ষ্মী’ জ্যোতি পর্দায় উঠছে শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত, সঙ্গে রাজলক্ষ্মীও। এটি নির্মিত হচ্ছে কলকাতায়।  ছবির নাম ‌‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বহুল আলোচিত এ চরিত্র দুটিতে অভিনয় করছেন দুই দেশের দুই তারকা। শ্রীকান্ত হিসেবে কলকাতার ঋত্বিক চক্রবর্তী ও রাজলক্ষ্মী হচ্ছেন বাংলাদেশের মেয়ে জ্যোতিকা জ্যোতি।
ছবিটি তৈরি করছেন ‘বাকিটা ব্যক্তিগত’খ্যাত ভারতীয় নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য।
এটি নিয়ে যখন জ্যোতির সঙ্গে বাংলা ট্রিবিউনের কথা হচ্ছিল তখন (১ জুন দুপুর) তিনি বিমানবন্দরে। কলকাতায় ক্ষণ বাদেই উড়াল দেবেন এমন অবস্থা। ঝটপট বললেন, ‘ছবিটির প্রাথমিক কাজ গত মাসেই শুরু হয়েছে। সেটা হলো প্রস্তুতি। আমি সেখানে গ্রুমিংয়ে অংশ নিয়েছিলাম। কাজ দশ দিন বন্ধ থাকায় দেশে এসেছিলাম। এখন আবার যাচ্ছি। ১৫ জুন থেকে আসল শুটিং শুরু।’
শুটিং সম্পর্কে  তিনি বলেন, ‘কলকাতা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় এর দৃশ্যধারণ হবে। প্রথমে কাজ হবে কলকাতায়। ছবিতে বর্তমান সময় তুলে ধরা হবে।’
জানান, অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ— সবই থাকবে ছবিতে। এখানে রাজলক্ষ্মী ওপার বাংলা থেকে চলে আসা ছিন্নমূল পরিবারের কন্যা। পরে নারী পাচার চক্রের জেরে যাকে নামতে হয় দেহব্যবসাতেও।
প্রসঙ্গত, জ্যোতিকা জ্যোতি দেশে অসংখ্য প্রশংসিত নাটক আর বেশ ক’টি সিনেমায় অভিনয় করলেও কলকাতায় এটাই তার প্রথম কাজ।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল