X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উন্মাদনার আরেক নাম উইল স্মিথ!

জনি হক, কান (ফ্রান্স) থেকে
০২ জুন ২০১৭, ০০:০৭আপডেট : ০২ জুন ২০১৭, ০০:০৭

পুরস্কার ঘোষণা করছেন উইল স্মিথ গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে থাকা সব অতিথি হাসিতে গড়াগড়ি খেলেন! মঞ্চে মার্কিন অভিনেতা উইল স্মিথের রসিকতা দেখেই তাদের এ অবস্থা। অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে নকল করে আমন্ত্রিত মানুষগুলোকে হাসালেন তিনি।

কানের ৭০তম বার্ষিকী পুরস্কার পেয়েছেন নিকোল কিডম্যান। কিন্তু গত ২৮ মে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে ছিলেন না তিনি। যদি থাকতেন তাহলে মাইক্রোফোনের সামনে এসে কী করতেন?
নিকোলের পক্ষ থেকে এ সম্মান গ্রহণ করে সেটাই রসিক মনোভাব নিয়ে দেখালেন উইল স্মিথ। তিনি মিথ্যে কান্নার ভান করে ফরাসি ভাষায় বলেন, ‘মেচি বকু মাদাম-মর্সিও।’ এর বাংলা হলো, ‘আপনাদের অনেক ধন্যবাদ।’
এরপর পর্দায় দেখানো হয় নিকোল কিডম্যানের ভিডিও বার্তা। প্রতিযোগিতা বিভাগের বিচারকরা কানের ৭০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে পুরস্কারটি দিয়েছেন তাকে।
সড়কে উইল স্মিথ ক্রেজ/ ছবি: প্রতিবেদক এদিকে অনুষ্ঠান শুরুর আগে অন্য বিচারকদের সঙ্গে উইল স্মিথ লালগালিচার সামনে যেতেই সড়কে অপেক্ষমাণ উৎসুক তরুণীরা জোরে জোরে তার নাম ডাকতে থাকে। তাদের ডাকে সাড়া দিয়ে সড়কে এসে সেলফি তুলেছেন ও অটোগ্রাফ দিয়েছেন ৪৮ বছর বয়সী এই তারকা।
এ দৃশ্য প্রেস রুমের ব্যালকনিতে বসে স্পষ্ট দেখা যাচ্ছিল। উইল স্মিথকে নিজের দিকে নিতে যতো জোরে সম্ভব ডাকছে তরুণীরা। উন্মাদনা আর কাকে বলে! আয়োজকদের প্রতিনিধিরা দেখার আগেই চুরি করে মোবাইল ফোনে ধরে ফেললাম এই দৃশ্য! কারণ আগেও বলেছি, লালগালিচা চলাকালীন এখান থেকে ছবি তোলা নিষিদ্ধ।
উইল স্মিথের ভান করার ভিডিওটি দেখুন:

/জেএইচ/এমএম/

সম্পর্কিত
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল