X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আয়নাবাজি সিরিজে মঞ্চকর্মী মম

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০১৭, ১৪:২৪আপডেট : ১০ জুন ২০১৭, ১৪:৫০

একজন মঞ্চকর্মীর ব্যক্তিজীবনের নানা টানাপড়েনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজে’র একটি বিশেষ নাটক। এর নাম ‘শেষটা অন্যরকম হতে পারতো’। গৌতম কৈরীর নির্দেশনায় এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। তার সঙ্গে আরও আছেন ইন্তেখাব দিনার ও আশীষ খন্দকার।

নাটকের দৃশ্যে মম ও আশীষ খন্দকার ময়মনসিংহের মফস্বলে সম্প্রতি চিত্রায়িত নাটকটির প্রেক্ষাপট কেমন হবে জানতে চাইলে গৌতম কৈরী বলেন, ‘এর কাহিনি এগিয়েছে একজন মঞ্চকর্মীর ব্যক্তিজীবনের নানা টানা-পোড়নকে কেন্দ্র করে। যেখানে মঞ্চের অভিনয়কে নিয়ে আসতে বাধ্য হতে হয় পারিবারিক জীবনেও। প্রেমিকার প্রতি সন্দেহে বিকারগ্রস্থতা আর লুকানো মান অভিমানের মায়াজালে আবদ্ধ স্থবির জীবনের প্রতিচ্ছায়াগুলো শুধুমাত্র মঞ্চের আলো-আধাঁরিতেই মঞ্চায়িত হয় না; দেখা মেলে বাস্তবতার রঙ্গমঞ্চেও। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এই নাটকে।’

পাশাপাশি নাটকটিতে বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ওথেলো’ এর আবহ রাখারও ইঙ্গিত দিয়েছেন গৌতম কৈরী।

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তুমুল জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র ‘আয়ানবাজি’র ধারাবাহিকতায় ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে নতুন একটি টিভি সিরিজ। যা ঈদ আয়োজনে টানা সাত দিন তিনটি টিভি চ্যানেল- জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টিভিতে  একইসঙ্গে একই সময়ে প্রদর্শিত হবে সাতটি পূর্ণাঙ্গ পর্ব।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…